বাবা যেদিন বলেছিলেন, "তোর মত গাধা পোলার দ্বারা কিচ্ছু হবে না"।
সেদিন থেকেই বুঝেছিলাম আই এম স্পেশাল । বাবা যেখানে ভবিষ্যৎ বানী করেই দিয়েছেন
খামোখা সেখানে মেধার অপচয় করার কোন মানে হয় ?
৫ বছর পর...
আজ বাবার সামনে দাঁড়ালে গর্বে আমার বুক ৪ ইঞ্চি ফুলে যায় । দেশের এক মাত্র ব্রিটিশ কোম্পানি তে
আমি ম্যানেজার । তারাও আমাকে পেয়ে খুব খুশি । ইয়ে মানে, আমি এখনো বেকার ।
বাবাও মনে হয় আমার বেকারত্বে খুশি ।আজ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতাম, পরিবারের কাউকে সময় দিতে
পারতাম না ।ব্যস্ততার ওজুহাতে, সবাঁইকে এড়িয়ে থাকতাম হয়ত।
বাবা যে আমার উপর খুশি আর কি পরিমাণ আস্থাশীল তার একটা উদাহরণ দেই।
শনিবারের হাঁটে বাজারে যেত বাবা।আমার অর্ধেক সাইজের ব্যাগ হাঁতে বাবার পাশাপাশি হাঁটতাম আমি।
পথে পরিচিত কারও সাথে দেখা হলে আমাকে দেখিয়ে কপট রাগে বাবা বলত, 'আমার পোলাটা
আস্ত একটা গাধা । এখনো একা বাজার করতে পারে না। দরদাম পর্যন্ত করে না, যাই একটু
শিখিয়ে দেই।'
বাজারে গিয়েও বাবা অনবরত জ্ঞান দিতে থাকেন, মাছ কেনার সময় অবশ্যই টেপে দেখবি,
কাটা মাংস কখনও কিনবি না, বেগুন হাঁতে নিয়ে দেখবি ফুটো আছে কিনা, ইত্যাদি ।
দাড়িওয়ালা একজন লেবু বিক্রেতার দিকে নজর দিলেন বাবা,
- এই লেবু কত করে হ্যালি
- ওরিজিনাল কাগুজি লেবু স্যার, বাড়ির গাছের , এক্কেবারে ফেরেশ, লন স্যার হ্যালি বিশ ।
- রস হবে তো ?
- কন কি স্যার, গোসল করা না হলেও এক কাপ হবে , গেরান্টি সার ।
হের এক চিমটি কম হলি, আপনার জুতা আমার গাল ।
বাবা আমাকে চেক করার দায়িত্ব দিলেন । আমিও আগ্রহের সাথে কাজ শুরু করলাম ।
চায়ের স্টল থেকে চায়ের কাপ, চাকু আনা হল । কাছের একটা বাড়ি থেকে টেবিলও আনা হল ।
টেবিল ঘিরে উৎসাহী জনতার ভিড় লেগে গেল। কাঁচাবাজার মালিক সমিতির উপদেষ্টা,স্বয়ং পটল খানও আমাদের
মাঝে যোগ দিয়েছেন। এক্সপেরিমেন্ট লাইভ দেখার সুবিধার্থে সামনের জনতাদের মাটির উপর বসতে
বাধ্য করা হল । উপদেষ্টা পটল খান ই এই কাজ করলেন । কিছুক্ষণ পর পর হুংকার ছাড়ছেন,
' জ্ঞানজাম করবেন না কেউ, নো গাঞ্জাম । পিছনের লোকদের দেখতে দিন ।'
কেউ একজন "চন্দ্র সুধার" বিজ্ঞাপন থামিয়ে দিয়ে মাইকে ঘোষণা করছে,
"লেবু পরীক্ষা - লেবু পরীক্ষা - লেবু পরীক্ষা"
আর মাত্র অল্পক্ষণ পরেই শুরু হবে আমাদের বিশাল লেবু পরীক্ষা ।
টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন ।
৫০% ছাড়ে টিকিটের মূল্য মাত্র ১০ টাকা ,১০ টাকা, ১০ টাকা ।
হই হই কাণ্ড রই রই ব্যাপার
লেমন এক্স এক্স এক্সপেরিমেন্ট টিকিট মাত্র ১০ টাকা । ফুরিয়ে যাবার আগেই আপনার টিকেট সংগ্রহ করুন। "
অতি ধুরন্দর ব্যক্তিটি ৫ মিনিট প্রচারণা চালিয়ে ৩০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে ।
যারা টিকিট কেটে এসেছে, টেবিলে লেবু আর চাকু দেখে অবিশ্বাস্য চোখে একবার টেবিল একবার টিকেট দেখছে ।
তাদের পানসে মুখ দেখে পটল খান
সামনের সারির ফাস্ট ক্লাস সিট "বাংলার মাটি " তে বসিয়ে দিয়েছেন ।
এদিকে আরেক সাইডে কিছু লোকের জটলা দেখা যাচ্ছে । নিচু আওয়াজে কথা বলছে সবাই।
খবর নিয়ে দেখা গেল,সেখানে আমাদের লেবু এক্সপেরিমেন্ট নিয়ে বাজি ধরা হচ্ছে ।
বাজারের অর্ধেক লোক আমাদের লেবু এক্সপেরিমেন্টে
যোগ দিয়েছে । চারিদিকে উৎসব উৎসব আমেজ ।
লেবু কেটে চেপা হচ্ছে । টান টান উত্তেজনা। কি হয়,কি হয় ??
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮