আজ ঘটল এক কাহিনী। আজ না। বেশ কয়েকদিন থেকেই ঘটতেছে এই কাহিনী। অচেনা নাম্বার থেকে মাইয়ারা মিসকল দেয়। ব্যাক করলে দেহি মাইয়া মানুশ। ঝাড়িও দিবার পাই না। আর মিসকলের কারণ জিগাইলে এমনে ঝাড়ি মারে, যেন কল দিয়া আমি দুনিয়ার সব চাইতে ভুল করচি।
তা আইজ যে কোকিলা(কোকিলা কওনের কারণ পরে কইতাচি

) মিস কল দিচে, হেইডা দিচে দুপুর ৩ টা ২৮মিনিটে। কিন্তুক নাওয়া খাওয়া আর কাজের চাপে চ্যাপ্টা(

) লাইগা থাকার কারণে টেরও পাই নাই কেউ কল দিতাচে। তাও একটা না। পর পর ৫ টা কল। শ্যাষে সন্ধ্যা ৭ টার দিকে মুবাইল হাতে নিয়া দেহি ৫ টা মিস কল। নম্বর দেহি ওয়ারিদ(০১৬৭৪১৯---- বাকি চাইরটা ডিজিট আফনেরা বাইর করেন)। কল ব্যাক করলাম। হাজার হইলেও নাম্বার চেঞ্জ করচি, তাই ঠ্যাকা আমারই। কুনো দরকারী কলও হইতে পারে। আর ইদানিং কালে দুস্ত গুলা এত্ত ছ্যাঁচ্রামি শুরু করচে

যে কুনো দরকার হইলে খালি মিস কল। রিং হবার কিচুক্ষনের মইদ্যেই ধরল এক কোকিল। আমি তো ভাবছিলাম কুনো পুলা হইলে আগে আচ্চামত ঝাড়ি দিমু। কিন্তু কোকিলের কুহু কুহু শুইনা তো আমার হার্টবিট বাইরা গেল। আমারে জিগায় আমি কে? আমার নাম শুনবার চায়। আমি নাম কমু না, তাও পুনঃ একই প্রশ্ন। আমি জিগায় আমারে মিসকল কেন দিছে? হে তো ফুট ফাট কি সব কইয়া দিল লাইন কাইটা। কতা শ্যাষ না হতেই কাইট্যা দিল

? মেজাজ গরম

। এবার কল লিষ্ট থেইক্যা কল টাইম বাইর সব কিচু মুখস্ত কইরা আবার দিলাম কল। আর রিসিভ করে না

। কিচুক্ষন পর আবার কল। এইবার নাম্বার বিজি (মনে হয় বয়ফ্রেন্ড

)। এরপর দিলাম আবার কল

। এইবার একবার রিং হইতেই ধরল

। আমি কল রিসিভ করতেই কখন কয়টা মিস কল দিচে কয়টা কত সেকেন্ডে তা গর গর করে বলে গেলাম। শ্যাষ ম্যাষ স্বীকার খাইচে যে ওর ছুডো ভাই নাহি মিস্কল দিচে

। ভবিষ্যতে যান আর এমন না করে তার সতর্কীকরন ছুঁড়ে দেলাম লাইন কাইট্টা

। কিন্তুক এখনও মাইয়াটার গলার টোন কানে বাজতেচে। এক্কেবারে কোকিলের লাহান

। কি করি? কইতে পারেন?

এহন কল দিলেই তো আমারে কি না কি ভাবা শুরু করবো। আবার নারীসেবীরা এইডারে টিজিং কইয়া আন্দোলন করব। কিন্তু এ হতভাগাটার হবেটা কি?
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১