আপনি যদি আপনার বাসার সব থেকে ছোট ছেলে হয়ে থাকেন,তাহলে অবশ্যই জানেন প্রতিদিন আপনাকে কত ঝামেলা আর pain সহ্য করতে হয়।আসুন আমরা এ সকল দুঃক্ষ,কষ্ট,discrimination, ভোগ করতে হ্য় তার একটা লি্ষ্ট করি.................
১)আপনি এক মাত্র ব্যাক্তি, যাকে সবাই নিজের বাটলার হিসাবে ইউজ করে।

২)বাসার কলিং বেল বাজলে আপনাকেই দরজা খুলতে হবে।

৩)বাসায় ভিক্ষুক এলে, আপনাকেই ভিক্ষা দিতে হবে। (বড়রা ভিক্ষুক কে কখনো ফেস করবে না

৪)কার কোনো কিছু প্রয়োজন হলে আপনাকেই ১০৯ মাইল বেগে দৌড় দিয়ে দোকানে যেতে হবে।


৫)আপনি বাইরে যাওয়ার সময়,সবাই আপনাকে ৩২৬ টা প্রশ্ন করবে।

৬)আপনি ফেরেশতা হইলেও,আপনাকে দু্ষ্টুর শিরোমনি বলা হবে।
৭)আপনাকে বড় ভাই-বোনের জামা কাপড়,বিশেষ করে সোয়েটার বাধ্যতামুলক ভাবে পড়তে হবে। ( আমারে বাপ মা আমারে সোয়েটার কিনা দিছে বলে,মনে পড়ে না)

৮)আপনি হাত খরচ এর টাকা চাইলে, আপনাকে দুধের শিশু বলা হবে।

৯)এটা কর,ওটা কর এগুলা আপনাকে সর্বদা শুনতে হবে।
১০)আপনি বাবা মায়ের কাছে কিছু চাইলে বলা হবে,-"আমার বড় ছেলে কখনো এসব বা্য়না করে নাই।"

১১)বাসা্য় কিছু ভাঙলে, দোষটা অবশ্যই আপনার।

১২)আপনি যতই ভাল student হন না কেন, আপনার বড় ভাই বোন থেকে কখনো ভাল নন। (আমার ভাইয়ের স্কুলে রোল ছিল ২০, এখন তার মতে ঐটা ৫ ছিল)
১৩)পরিবারে আপনার কোন privacy থাকা অপরাধ বলে গন্য হবে।
১৪)আপনাকে অবশ্যই আপনার অগ্রজ অপেক্ষা ভাল university তে ভর্তি হতে হবে




১৫) আপনার মতামত খুব খ্রাপ / ধ্বংসের লক্ষন

১৬) আপনার পছন্দের সাবজেক্ট তাদের কাছে সব থেকে খারাপ বস্তু

১৭) আপনি কোন বিষয়ে পড়বেন পাবলিক না প্রাইভেটে পড়বেন সরকারি না বেসসকারি চাকুরী করবেন সব তারা আগেই ঠিক করে রেখেছে .....

১৮)স্বাধীনতার কথা মুখে আনা সব থেকে বড় পাপ

আপনারা আর ও জানলে বলেন। add করে দিব......
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৩৭