কাল কলেজে .দাড়িয়ে দাড়িয়ে আড্ডা দিচ্ছিলাম।হটাৎ দোতালা থেকে আমার নাম ধরে কে যেন ডাকল।
উপরে তাকিয়ে দেখি মোটামুটি গুন্ডা টাইপ এর এক ছেলে ফোনে কথা বলছে।আর আমার দিকে তাকিয়ে আছে।ছেলেটা এই বার আমাকে উপরে আসতে বলল। আমি এমনি তে ভীতু পোলা.। তার উপর চরম ভদ্র (বাইরে, ভিতরে ভিতরে শয়তান) ।

ভাবলাম আমাকে কি ওই ছেলে প্যদানি দিবে নাকি কি জানি..আমি বললাম, তুমি নিচে আসো। এর ই মাঝে দেখলাম, কলেজের এক গুন্ডা বন্ধুকে( সে আবার ছাত্রলীগ এর পাতি নেতা)।ডাকলাম ওই বন্ধুকে।

আমি তো ভয়ে ভয়ে বললাম, হ্যা।
,
,
তার পরের ঘটনা ভিন্ন।
,
ছেলেটা বলল তার নাম আশিক, এবং সে নাকি আমার ফেসবুক ফ্রেন্ড।
তারপর কিছুই নাই।মনে মনে লজ্জা পেলাম।
আর ভাবলাম , আমি আসলেই একটা .,,,,থাক আর বললাম না।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৪