বাংলাদেশে এই মুহূর্তে সম্পূর্ণ চালু আছে ২৫ টি টেলিভিশন চ্যানেল।
বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, চ্যানেল আই, একুশে টেলিভিশন, এনটিভি, বাংলাভিশন, আরটিভি, দিগন্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, ইসলামিক টিভি, মাই টিভি, দেশটিভি, মোহনা টেলিভিশন, মাছরাঙা, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টেলিভিশন, এটিএন নিউজ, ইন্ডিপেন্ডেন্ট, সময়, চ্যানেল সিক্সটিন, চ্যানেল নাইন, চ্যানেল টুয়েন্টি ফোর, জিটিভি, চ্যানেল একাত্তর এবং বিজয় টিভি(শুধুমাত্র চট্টগ্রামে)।
আরও অন্তত ১০ টি চ্যানেল চালুর অপেক্ষায়!!! চ্যানেল মানেই বিজ্ঞাপন। আর বিজ্ঞাপন মানেই কোম্পানির প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া। জিনিসের দাম বেড়ে যাওয়া। আল্টিমেটলি টাকাটা কাটা হয়, আমাদের মত সাধারন মানুষের পকেট থেকেই!!!
কোথাও কেউ নেই, এই গরিবদের পাশে!!!