বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের উচিত বিভিন্ন লোকেশন অনুযায়ী বিভিন্ন দেশে ক্যাম্পেইন করা,
যেমন যে দেশে চা বাগান নেই সেই দেশে যেয়ে সিলেট সম্পর্কে,
কিংবা যে দেশে সমুদ্র নেই সেই দেশে কক্সবাজার সম্পর্কে,
যে দেশে মানুষ কম সেই দেশে ফার্মগেট সম্পর্কে বিভিন্ন তথ্য ও সচিত্র প্রতিবেদন তুলে ধরতে পারে,
এখানে মনে রাখতে হবে আপনি ভুটানে যেয়ে বান্দরবানের পাহাড় নিয়ে ক্যাম্পেইন করে লাভ হবে না অর্থাৎ যেই দেশের জন্য যেমন ডিমান্ড আর কি!!!
তবে তার ও আগে উচিত বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী নুন্যতম সুযোগ সুবিধা সৃস্টি করা, যাতে যাতায়াত, আবাসন ও নিরাপত্তা নিয়ে কোন প্রশ্ন তৈরি না হয়।
এক্ষেত্রে বেসরকারি খাতকে আরো সম্পৃক্ত করতে পাবে সরকার।
রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা এই ক্ষেত্রে খুবি গুরুত্বপূর্ণ বিষয়।
দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বদের এই ক্ষেত্রে সম্পৃক্ত করতে পারে।
বাংলাদেশের মিডিয়াকে বাধ্যতামূলকভাবে দেশের উল্ল্যেখযোগ্য স্থান সমুহের প্রামাণ্যচিত্র প্রকাশ ও প্রচার এবং বিদেশে বাংলাদেশী চ্যানেল গুলু বিশেষ ভাবে ভারতে প্রচারের ব্যাবস্থা করা।
বিদেশে অবস্থিত বাংলাদেশ দুতাবাসগুলুকে এই ব্যাপারে আরো উদ্যোগী ও কার্যকরী পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে বলে মনে করি।
এতোসব ভাবনার মাঝেও আশার খবর হল পর্যটন কর্পোরেশন ইদানিং ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়ে ২০১১ বিশ্বকাপে স্পন্সরশিপ করেছে, কক্সবাজারে মাঝে মাঝে বিভিন্ন ক্যাম্পেইন করছে, বাংলালিঙ্ক কক্সবাজারের বীচ পরিস্কার করার কাজ করছে।
দেশ বিদেশের নামি চেইন হোটেলের শাখা খুলছে।
এসব করতে করতে একদিন বাংলাদেশ ও বিশ্বের কাছে সুন্দর দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।
শেষ পর্যন্ত আম্রাতো বিশ্বাস আর সপ্নের উপরেই বেঁচে আছি।
লেখা সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনা।
ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৫