খুবই কাকতালীয় ব্যাপার। দেখা যাক কি হয়।
অনেক কঠিন শর্তের যদি আর কিন্তুর জালে আটকা বাঙ্গালীর সপ্ন। কোচদের ক্ষেত্রে কাকতাল থাকলেও, বাংলাদেশের জয়ের ক্ষেত্রে তা হবার নয়।
কারন আমাদের থিঙ্ক ট্যাঙ্ক এর তলা ফুটা, পাল্লেকেল্লের ওই মাঠে মাত্র পাঁচটি ম্যাচ হয়েছে,
প্রথমে ব্যাট করা পাঁচটি দল ই এই মাঠে জিতেছে, কিন্তু আমাদের বীরশ্রেষ্ঠ অধিনায়ক টসে জিতে বলের পিছে পিছে দৌড়ায়।
পাকিস্থানের সাক্লাইন মিয়া তো আছেই, দেখা যাক কি হয়। কিছুই হবে না। কারন আরও আছে, বিশ্ব কাপের আগে শেষ এক বছর বাংলাদেশ শুধুই বিশ-কুড়ি(টি-টুয়েন্টি) খেলেছে। সেইরাম প্রস্তুতি মাম্মা। আসল দুঃখটা এখানেই কোন ভাল দল বাংলাদেশের সাথে এই সময় ক্রিকেট খেলতে চায় নাই। চাইব কেন আপনি যদি একজন বিজ্ঞ লোকের সাথে চলেন, তাইলে তো কিছু শিখতে পারবেন, কিন্তু বলদার সাথে চললে শিখবেন কচুটা।
মামুরা খবর আরও আছে ১৯৯৯ সালের পর পাকিস্থান কে কোনও ফরম্যাটের খেলায়ই বাংলাদেশ হারাতে পারেনি। আর সাইদ আজমল সাহেবের ঘূর্ণি। ওহ মাই গড। শালা একটা লুলা। হাতে সমস্যা আছে, নইলে এত্ত ঘুরে কেন?
আরও আছে জুলিয়ান ফাউন্টেন হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ। তিনি এখন পাকিস্তানের ফিল্ডিং কোচ।
এবার আসি গত ম্যাচ চলা কালিন সময় টিভিতে সাবেক ক্রিকেটার রফিকের প্যাচানি(টক শো) তে। ওই সময় বাংলাদেশের ২ টা উইকেট নাই, উপস্থাপক( সংবাদ পাঠক) জিগায় এখন বাংলাদেশ টিমের কি করা উচিত? রফিক সাহেব বলেঃ এখন বাংলাদেশ টিমের উচিত হবে উইকেট ধরে রেখে পুরু ২০ ওভার খেলে যাওয়ার। পুরু 20 ওভার খেলতে পারলে একটা সন্মান জনক পরাজয় হবে। বুজেন রফিক্কা বাংলাদেশ ক্রিকেট দল কে এখনও তাম্র যুগের ক্রিকেট টিম মনে করে।
আসলে তাও না, আসল কথা হল এই দলের সাথে কিছু তথাকথিত ক্রিকেট বুদ্ধিজীবী আছে, সেই আমলের ধ্যান ধারনা নিয়ে। জয় হোক তাদের!!! আর আমরা পাম জনতা ছ্যাব্রা খাই আর কি।
পরিশেষে বাংলাদেশ টিমের জন্য শুভ কামনা রইল।
সাবাস বাংলাদেশ। শুনতে চাই বাঘের গর্জন।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪