শুরু হয়েছে শারদীয় দুর্গা পুজা। আমাদের মধ্যকার বেশ কিছু মুসলিম ভাইয়েরা এখন মহোৎসাহে ঝাপিয়ে পড়বে তাদের হিন্দু বন্ধু-বান্ধবদের শুভেচ্ছা জানাতে, নাড়ু-লাড্ডু খেতে, পুজা দেখতে অথবা মেলায় ঘুরে বেড়াতে।
তারা তো এখন এক চমৎকার তত্বে বিশ্বাসী, ''ধর্ম যার যার,উৎসব সবার।''
আচ্ছা, মনে করুন আপনাকে বলা হল আপনি আপনার বাবার সন্তান নন, অন্য কোন পুরুষের সাথে আপনার মায়ের অনৈতিক কর্মের ফসল হলেন আপনি,আর এ কথা প্রচার করার জন্য কেউ একজন একটা বিশাল পার্টীর আয়োজন করল। পার্টীতে নাচ হল,গান হল,শহরের শ্রেষ্ঠ ডিজে এল, হুলস্থুল খাওয়া দাওয়া আর অনেক অনেক ফুর্তি হল। যত ফুর্তি-ই ওই পার্টিতে হোক না কেন ওই অনুষ্ঠানটি কি কোন আঙ্গিকেই আপনার জন্য সুখকর হবে? কখনো আপনি যাবেন ওই পার্টিতে তাদের শুভকামনা জানাতে? কিংবা তাতে অংশগ্রহণ করতে?
আমরা পিতার সাথে অংশীদার স্থাপনে রাজি নই,কিন্তু কি অবলীলায় আমাদের স্রষ্টার সাথে পাথুরে মূর্তিকে যেখানে শরীক করা হয় সেখানে গিয়ে শুভকামনা জানিয়ে নিজের সম্মতির প্রমান রেখে আসি।
বাহ !!
আমরা কাকে খুশি করতে চাই প্রকৃতপক্ষে? আমার বিধর্মী বন্ধুটিকে? আমরা বন্ধুর খুশীর কথা ভাবী কিন্তু একটা মুহূর্তের জন্যও কি কখনো ভেবে দেখেছি এই অনন্ত মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তু, অনু থেকে পরমাণু সবকিছুর,আমার, আমার বন্ধুর স্রষ্টা যিনি; তিনি এতে খুশী হন কিনা?
আমি যদি সত্যিই আমার বিধর্মী বন্ধুটিকে ভালবেসে থাকি বা তার ভালো কামনা করে থাকি, তাহলে আমার উচিত অনন্তকাল তার জাহান্নামে অঙ্গার হওয়া থেকে তাকে রক্ষার চেষ্টা করা। তার সাথে একাত্মতা প্রকাশ করে দুজনে একসাথে জাহান্নামে চলে যাওয়া নয়।
আমি মুখ দিয়ে মেরি ক্রিসমাস উচ্চারন করার সাথে সাথে আমি মেনে নিচ্ছি,যিশু ইশ্বরের পুত্র,আমি মেনে নিচ্ছি তিনি ২৫শে ডিসেম্বর জন্ম গ্রহন করেছেন। আমি বিষয়টাতে একাত্মতা পোষন করছি এভাবেই। কই? একবারও তো আমি ভাবলাম না, 'লা ইলাহা ইলাহ''- কথাটির অর্থ কি। একবারও তো ভাবলাম না কি বিশ্রীভাবে আমার এক আল্লাহকে অপমান করা হচ্ছে এসব অনুষ্ঠানে।
আমি যদি সত্যি ভালবেসে থাকি এক আল্লাহকে তাহলে তার অপমান যেখানে হয় তার সাথে যেখানে কোনকিছুকে শরীক করা হয় সেখানে আমি কি করে শুভকামনা জানিয়ে আসি?
আমি কার সাথে অভিনয় করছি?আমার বন্ধুর সাথে? আমার নিজের সাথে? নাকি আল্লাহ সুবহানাহুতায়ালার সাথে? আমরা কি প্রমান করতে চাচ্ছি এসব করে? ধোঁকাটা কাকে দিতে চাচ্ছি?
হে আল্লাহ! হে আর-রাহমান! তুমি আমাদের সবাইকে শিরক থেকে রক্ষা করে ইসলাম যথাযথ ভাবে বোঝার তৌফীক দান করে আমাদের সরল পথে বহাল রাখো। আমিন।