
আজকাল তোকে বড্ড মনে পড়ে
কারনে অকারনে মনে পড়ে
আকাশ দেখতে গেলে,
মনে হয় তুই তাকিয়ে আছিস।
অদ্ভুত, না?
তোর কবিতা গুলির কথা মনে পড়ে
খাপছাড়া কবিতা গুলো,
শুরু থাকলেও যার শেষ ছিলো না।
শব্দ গুলো এখন আমার চারপাশে শুধু ঘুরে বেড়ায়
হাত বাড়ালেই মনে হয়,
তুই কি আছিস ধারে কাছে?
তোর অকারন রাগের কথা মনে পড়ে
হঠাৎ উধাও হয়ে যাওয়া,
আবার সন্ধ্যা মিলানোর আগেই
খাতায় আরেকটা কবিতার জন্ম নেয়া।
বৃষ্টিঘন বিকেলে, অথবা কালবৈশাখীতে
কৃষ্ণচূড়ার তীব্র লাল রঙে
দুপুরের ভ্যাপসা গরমে,
বা পুরনো বইএর ভাঁজে,
আমার অবাস্তব আঁকাজোকার মাঝে
তোর নামটা এখন বারে বারে আসে।
তোকে আজকাল কেন যেন অনেক বেশী মনে পড়ে।
ছবিঃ ইন্টারনেট। সারা-মারিয়া নামে কারো তোলা ছবি। ছবির নাম I'm not lonely, but yes i am alone.