
তুই না বলেছিলি পৃথিবী না চাইলে আর আমাদের দেখা হবে না?
তাহলে হঠাৎ বৃষ্টিতে ভেজা রাস্তায়…
দুপুরের কড়া রোদে ক্লান্ত শহরে
“কবি” উপন্যাসের প্রতিটি বাক্যে,
অথবা অর্নবের মাতাল করা সুরে
তুই কেন এসে উঁকি দিয়ে যাস?
তোকে না আমি বিদায় জানিয়েছি?
সহস্রবার…
তবু কেন আধো ঘুমন্ত সকালে
বিষন্ন বিকেলে বা খাপছাড়া দুপুরে,
অথবা সন্ধ্যার মাতাল করা আলোতে
তুই এসে দরজার কড়া নাড়িস?
আমি তো তোকে মুক্তি দিয়েছিলাম আমার থেকে
সারা জীবনের জন্য…
তারপরও কেন যে কোন শব্দে চমকে উঠি
নির্জন গলি বা ব্যস্ত মহাসড়কে
আমার দুই চোখ তোকে কেন খুঁজে মরে?
আমি তোকে একটুও চাই না
তারপরও তুই কেন থাকিস আমার সবকিছুর মাঝে?

সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১১ রাত ২:৪৮