
জাতি এবং তার বিবেক, সবাই বলে ঘুরে বেড়ানোর ব্যাপারে আমি নাকি রোল নাম্বার ওয়ান! ঘটনা আসলে মিথ্যা না! বেশিরভাগ মাসেই আমি কিছু সময়ের জন্য ঢাকার বাইরে থাকি। মাঝে মাঝে মনে হয় ক্যারিয়ার ট্রাকটাই বদলিয়ে ফেলি।




হিমালয় দুহিতা, প্রকৃতির রানী ইত্যাদি শুনতে শুনতে একদিন গাটরি বোঁচকা নিয়ে আমরা ৩৮জন ফ্রেন্ড মিলে অটো (যারা অটো মানে জানেন না, তাদের জ্ঞাতার্থে জানাই, মেডিকেল কলেজে একেবারে সরকারী অফিসের বন্ধ ছাড়া কোন বন্ধ নাই, তাই বাধ্য হয়ে নিজ দায়িত্বে মাঝে মাঝে পালাতে হয়) নিয়ে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য ১২ দিন নেপাল এবং দার্জিলিং এ বান্দরামী করা (দেশে আর কত?)




সবার চোখ এড়িয়ে তোলা ছবি (ছবি তোলা নিষিদ্ধ কিনা


দিল্লি বহুদূর! মানে, নেপাল বহুদূর!

বুড়িমারির শান্ত পরিবেশ, বাংলার খাঁটি দৃশ্য যাকে বলে।

আমাদের লাগেজের এক অংশ। এইইইই শেষ নয়।


ভ্রমনপথ হিসেবে বাই রোড বেছে নেয়ায় আমরা একদিনে তিনটা দেশে পা দিলাম, বাংলাদেশ, ভারত আর নেপাল। এর মাঝে ভারতের ভিসা পাওয়ার যন্ত্রনার কথা মনে হলেই মন চায় ইটা মারতে




নেপালে ঢোকার মুখে।
রাতটা কাঁকড়ভিটাতেই কাটাতে হলো, রাণীগঞ্জের চেয়েও অখাদ্য জায়গা! সাথে নেপালী সিম ছিল, কিন্তু নেটওয়ার্ক পেতে শুধু গাছে উঠতে বাকি ছিল, তাও পাওয়া যায় কি যায় না। হোটেলের অবস্থাও তথৈবচ! রুমে পারলে দেয়াল থেকে প্লাস্টার খসে খসে পড়ছে, কিন্তু আবার একটা সুইমিংপুলও আছে। যদিও নামেই সুইমিংপুল, ব্যবহার করা হয় দুনিয়ার আবর্জনা আর পুরনো হার্ডড্রিংসের বোতল রাখার কাজে।



পরের দিন রওনা হলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। ৩৬ ঘন্টার ভয়াবহ জার্নি। তখন টের পেলাম বাংলাদেশ বাসের মাহাত্ব্য! নেপালের বাসের অবস্থা খুবই খারাপ, মুড়ির টিন বললে মুড়ির টিন রাগ করে জানালা দিয়ে লাফ দিতে পারে, এমনই অবস্থা খারাপ। আর আমরা যারা ব্যাক সিটার তাদের কষ্ট দেখে বাসটাও বুঝি লজ্জা পেলো, কিন্তু চালকের হুশ নাই! এক পাশে সুউচ্চ পাহাড়, অন্য পাশে ততোধিক গভীর খাদ, চালকের ভাব ভংগী দেখে মনে হল শাহবাগে গাড়ির পাল্লা দিচ্ছে।তবে অসম্ভব সুন্দর দৃশ্য। পুরো নেপাল ঘেরা পাহাড়ী নদী দিয়ে।ভোরের কুয়াশায় যে অপূর্ব দৃশ্যের সূচনা হল তা বর্ননা দেয়ার ভাষা নাই। বরং দুই একটা ছবিই দিয়ে দেই।

এর মাঝে শুরু হল আরেক ঝামেলা। সন্ধ্যার দিকে একটা এক্সিডেন্টে রাস্তা হয়ে গেলো ব্লক।


এই সেই অপূর্ব, মানে কালান্তক জায়গা যেখানে আমরা আটকে ছিলাম।
গাড়ির বিশাল লাইন, আরেক পাহাড় থেকে তোলা ছবি।
রওনা দেয়ার পর।

কাঠমান্ডুতে প্রবেশের মুখে।
কাঠমান্ডু পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। কাঠমান্ডু গিয়ে সবাই শান্তির নিঃশ্বাস ফেললাম!হায়, তখন যদি জানতাম যে ওটা ছিল কেবল শুরু, সিনেমা এখনো শুরুই হয়নি! যাই হোক, যাত্রার কষ্ট ভুলতে সেই রাতে সবাই ছিলাম পার্টি মুডে। সেদিন ছিল আবার শারমিনের জন্মদিন। কেক, বেলুন আর চিৎকারে পার্টি জমল বটে। কেকটা আসলেই ইয়ামি ছিল, ছবি দেয়ার লোভ সামলাতে পারছি না।

এরপর বের হলাম রাতের কাঠমান্ডু দেখতে। আমরা ছিলাম থামেল এরিয়াতে হোটেল তিরুপতিতে। আগের বার আমি ছিলাম হোটেল এভারেস্টে। নেটে এভারেস্টের বর্ননা দেখে মাথা গরম হলেও আদতে দাম অনুযায়ী হোটেল যাচ্ছেতাই!বেশ পুরনো হোটেল। বরং তিরুপতি বাজেট হোটেল হলেও অনেক ভালো। তবে আমার “ইয়াক এন্ড ইয়েতি” হোটেলটা অনেক ভাল লেগেছে। বাজার থেকে বেশ খানিকটা দূরে হলেও চমৎকার লবি আর খাবারও ভালো। থামেল নেপালের মোটামোটি পশ জায়গা। তবে দামের জ্বালায় কিছুতেই হাত দেয়া গেলোনা। পরে আমরা টের পেয়েছি যে থামেলে যা দাম, বাইরে সেই জিনিসই ১/৩ দামে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ইউরোপীয়ানদের জন্য এত দাম! পরিষ্কার পথঘাট, তবে সবই সরু। গাড়িও বেশ কম। পুরো নেপালেই বিদ্যুত সংকট। রাত সাড়ে আটটার মাঝে শহর অন্ধকার। রোড লাইট ও এত কম যে কি বলব! মোট কথা সে যে রাজধানী তা বোঝার উপায় নেই!তবে, পুরো শহরেই একটা শান্ত ভাব, না গেলে বোঝা যাবে না। রাস্তায় রাস্তায় ঘুরে হোটেলে ফিরে আসলাম। পরের দিন ছিল প্রধান আকর্ষন, কাঠমান্ডু দর্শন।




হোটেল এভারেস্ট।

এভারেস্টের লবির স্যুভনির দোকান।

হোটেল ইয়াক এন্ড ইয়েতি।
হিমালয় কন্যা নেপাল- কাঠমান্ডু (দ্বিতীয় পর্ব)
হিমালয় কন্যা নেপাল – মনোকামনা ও সারেংকোট (তৃতীয় পর্ব)
হিমালয় কন্যা নেপাল – পোখারা (শেষ পর্ব)
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩৪