কোন হালায় কইসিল আমি লেখতে জানি না? দেখ বেটারা... আমি এখন safe হইয়া গেসি!

কিন্তু সমস্যা একটাই। কি নিয়া লিখব? অনেকের ব্লগ পরে ব্লগ এর উপর একটা ভয় জন্মায় গেসে। মানুষজন যাই লিখে না কেন কিছু পাবলিক আছে উলটা পাল্টা কিছু অর্থ বের করবে আর হুদাই চিল্লা পাল্লা করবে।


আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী। চিল্লানোর আগে আরেকটা কথা বলে রাখি। আমি "নারী" স্বাধীনতায় বিশ্বাসী, নারীর "পোশাক" স্বাধীনতা নিয়া আমারে ঝাড়তে আসবেন না। পাকিস্তান ১৯৭১ এ যা করসে আমি তা ঘৃণা করি। আর এটাও মনে করি যে karma is a bitch। তাদের কৃতকর্মের ফল তারা ঠিকই ভোগ করছে। পাকিস্তানিদের চেয়ে আমরা অনেক ভাল আছি মাশাল্লাহ।

যে কোন বিষয় নিয়ে বিনা কারনে এবং না বুঝে যারা চিৎকার করবেন তাদেরকে আমি পছন্দ করি না, করবও না। কিন্তু ভুল ত্রুটি আমারও থাকতে পারে। আমি আপনার মতই মানুষ। সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিন। নিজেকে ঠিক করার চেষ্টা করব। এবং যাবার আগে আরও একবার বলতে চাই, "মামাহ safe হইয়া গেসি!!! এখন থেকে আমিই পাঙ্খা আর আমিই joss!!!"
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৪