স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করার সময় চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
ক্যাম্পাস ও এর আশেপাশের দোকান ভাঙচুর করায় দোকানের কর্মচারীরা অন্তত ২০ শিক্ষার্থীকে পিটিয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
স্থায়ী ক্যাম্পাস, শ্রেণীকক্ষ বাড়ানো, ল্যাবরেটরি প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বুধবার দুপুরে বন্দরনগরীর জাকির হোসেন সড়ক অবরোধ করে খুলশী এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর (ইউআইটিএস) শিক্ষার্থীরা।
প্রত্যেক্ষদর্শীরা জানান, অবরোধে পুলিশ বাধা দেওয়ায় শিক্ষার্থীরা তাদের নিজেদের ক্যাম্পাস ও এর আশোপাশের দোকানপাটে ভাঙচুর চালায়। এ সময় দোকানদারদের হামলায় আল আমিন, শান্তু, জীবনসহ ২০ শিক্ষার্থী আহত হয়।
খুলশী থানার ওসি আবদুল লতিফ রাত ৮টার দিকে জানান, ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে ২৫ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটক শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমঝোতার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান ওসি।
বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সাদ বিন মোস্তাফিজ জানান পুলিশ তাদের আন্দোলনে বাধা দিয়েছে। লাঠিপেটা করে এ সময় পুলিশ ২৫ শিক্ষার্থীকে আটক করে।
এ ছাড়া স্থানীয় দোকানদারদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানান মোস্তাফিজ।
ভাড়া করা দুটি ভবনে দীর্ঘদিন ধরে প্রায় দুই হাজার ছাত্রছাত্রীর পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছিল ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থায়ী ক্যাম্পাস, শিক্ষক, শ্রেণীকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরিসহ অন্য সুযোগ সুবিধা দেয়ার দাবিতে বুধবার শিক্ষার্থীরা ওই আন্দোলন নামে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩০