এই শহরে বৃষ্টি হবে,
কাঁক ভেজা ভিজে একাকার হবো তুমি আমি আমরা,
প্রিয় রাস্তা গুলো ভিজে যাবে গগন অশ্রুবারিতে,
পদচারণে মুখরিত মুখস্থ রবীন্দ্র সরোবর,
ফুলার রোড আর টিএসসির চায়ের টং দোকানে,
পথঘাটও অনৃতবাদী হবে প্রথম বৃষ্টি জলে।
চেনা অজানাতে, অচেনা সপ্ন পরাগিত হবে এ বিশ্বজগতে,
তোমার কপল চুইয়ে চুইয়ে ভালবাসা প্রবাহিত হবে প্রেমের জমিন জুড়ে।
ঘড়ির কাঁটা গুলো থমকে যাবে, কোন নীড়ে ফেরার তাড়া থাকবে না,
মুখস্থকরা শিয়ারফোর্স আর বের্ডিং মোমেন্টের থিওরি গুলো -
মস্তিষ্ক থেকে ধুয়ে প্রবাহিত হবে ধানমন্ডি লেকের এর টলমলে প্রথম বর্ষার জলে।
হাতটা ধরে, অনেকটা সময় কাঁটিয়ে দিবো ছোট্ট কোন আশ্রয়ে,
চোখেমুখে মধুরত্ব মেখে ডুববো ভালবাসার প্রিয় বর্ষায়।
বৃষ্টিস্নাত নয়নে নয়ন রেখে তোমায় ছুড়ে পড়বো এক ভালবাসার শপথ মন্ত্র।
ল্যাব রিপোর্ট আর থিসিস পেপারের পাতায় পাতায় তোমার ছবি একে দিবো।
সে ছবিতে ভেজা তুমি থাকবে, আমার চীর চেনা প্রিয় অচেনা তুমি, আমার ভালবাসার শহরে।
আমার ময়লাটে জুতা বৃষ্টির পানিতে ভিজে রসগোল্লা হয়ে যাবে,
তোমার ভেজা ওড়নার আঁচলই হবে আমার শেষ আশ্রয়।
প্রিয় বৃষ্টি আসবে,
তুমি প্রস্তুত থেকো। আবার একসাথে ভিজবো এই বর্ষায়।
ছবির কৃতজ্ঞতাঃ Moshiur Rahman
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৮