কবিতা, অনুবাদ হয় না, যেমন
যে পেছন থেকে ছুরি মেরেছে, তার মন
অননূদিত থেকে যায়
এতে রক্তাক্ত গোলাপের জন্ম হচ্ছে দেখে
এক পাঠিকা বলল, 'অাপনার কবিতা পড়েই তো দুটো গোলাপ
বড় হচ্ছে অামার নিজের বুকে!'
যেহেতু মানসির গোলাপের লোভ অাছে
অতএব কেউ রক্তাক্ত হয়েই বাঁচে!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ১:৩৪