মুড এমন মেঘ, অাছে
পরক্ষণেই নেই
ভেতরে যে ভালোবাসা খলবল করে উঠল
এখন তা কোথায়? উত্তর জানে কোন জনে?
নিজে কি অামি একজনই হয়ে অাছি?
অামি কি শুধু অামার মধ্যেই বাঁচি?
তুমিই বা অামার কে?
ভালোবেসে প্রার্থনায় ঝুঁকেছি অামিও
তোমাকে দেখতে চেয়ে, তোমাকে বুঝতে চেয়ে
যে ছবি ফ্রেমের মধ্যে অাটকা পড়ে অাছে, তাকালে
দিনে তাকে চোখেও পড়ে না কিন্তু সন্ধ্যায় দেখা যায়
দিগন্ত-বরাবর দৌড়ে যাচ্ছে এক চতুর মৃগয়া
ফলে, সারারাত এত অন্ধকার
এত অনিদ্রা, এত সংবেদন!
মুড ভালো হলে, প্রতিক্রিয়ার চিত্রনাট্য লিখব, সিনেমা বানাব
সেই সিনেমাতে তুমি অভিনয় করবে? চরিত্র অচেনা নয়--
সিনেমার নাম একটু সেকালের-- মৃগয়ার মন