কি বাবু, ঘেন্নায় চোখ সরিয়ে নিলে যে? আমি কি আস্তাকুড়ের ময়লা নাকি পঁচা গলা কোন মৃত ইদুর?
তোমাদের কাছে তো আমার অবস্থান এর চেয়েও খারাপ।
হবেই তো। আমি নিষিদ্ধ পল্লীর নিষিদ্ধ মেয়ে।রাতের অন্ধকারে যারা আমার কাছে নিষিদ্ধ আনন্দের লোভে ভীড় করে দিনের আলোয় তারাই আমায় "বেশ্যা" বলে গাল পাড়ে।
আমি যদি নষ্ট হয়ে থাকি তবে তার দায় কি একা আমার? গ্রামের অসহায় একটি মেয়ে যখন তার অসুস্থ বাবার জীবন বাঁচাতে সবার কাছে সাহায্যের জন্যে ছুটে গিয়েছিল তখন কে তাকে এতটুকু সাহায্য দিয়েছিল?
ছোটবেলা থেকে যে লোককে চাচা বলে ডেকেছে, সেই লোক পর্যন্ত সাহায্য দিবার নাম করে ঘরে খিঁড়কি দিয়েছিল।
সেইদিন তো ভাগ্যের জোরে পালিয়ে বেঁচেছিলাম কিন্তু শেষ বাঁচা কি তোমরা বাঁচতে দিলে?
পেটের দায়ে কাজের খুঁজে শহরে যখন আসলাম তখনও দূর্ভাগ পিছু ছাড়ে নি। যে কাজই করি সেখানেই মেয়ে মানুষ বলে কম মজুরী জুটত। অথচ কাজের বেলায় এতটুকু ছাড় মিলত না।
শেষমেষ এই পথে এলাম। তোমরা কি মনে কর আমার খারাপ লাগে না? প্রতিদিন নতুন একজনের খাদ্য হতে আমার ঘেন্না লাগে না?
না, আসলেই লাগে না। প্রথম প্রথম খুব খারাপ লাগত কিন্তু এখন যখন আমার বাবার মুখে দুবেলা খাবার তুলে দিতে পারি তখন থেকে আর খারাপ লাগে না। খারাপ লাগলে তোমাদের এই নষ্ট সমাজ বাঁচতে দিবে না।
