নতুন সময়সূচি ধরে রোববার কাজে যোগ দিয়েছেন রাজধানীর কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সময় অপরিবর্তিত থাকলেও এক ঘণ্টা পেছানো হয়েছে ব্যাংক ও বীমা অফিসগুলোর কাজে শুরুর সময়। যানজট এড়াতে এ ব্যবস্থা নেওয়া হলেও তা কার্যকরের প্রথম দিনে রাজধানীর সড়কগুলোর চিত্র ছিল আগের মতোই।
গত ১২ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে যানজট নিরসনে ঢাকা মহানগরীর সব সরকারি-বেসরকারি অফিস, বিধিবদ্ধ সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।
নতুন সূচি অনুযায়ী-সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ সূচি রোববার থেকে কার্যকর হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও ইংরেজি মাধ্যমের স্কুল সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে শুরু করে দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে শেষ করতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তিত সময় কার্যকর হবে ১ নভেম্বর থেকে।
অফিস ও স্কুল সূচি পরিবর্তনের কারণ হিসেবে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "যানজট ঢাকাবাসীর অন্যতম সমস্যা। তা নিরসনে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে নতুন সময়সূচি রোববার থেকে কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।"
তবে রাজধানীর সড়কগুলোয় রোববার সকাল থেকেই ছিল তীব্র যানজট।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যামলী থেকে আসাদ গেট এক কিলোমিটার পথ বাসে আসতে তার সময় লেগেছে প্রায় এক ঘণ্টা।
তার অফিস ধানমণ্ডি ২৭ নম্বরে। "একপর্যায়ে গণভবনের সামনে বাস থেকে নেমে হেঁটেই চলতে থাকি", বলেন তিনি।
বেসরকারি প্রতিষ্ঠানের আরেক কর্মী মাহবুবা আক্তারের মহাখালী ওয়্যারলেস গেট থেকে আসাদ গেট পর্যন্ত আসতে সময় লেগেছে এক ঘণ্টা।
শাহজালাল ব্যাংকের মতিঝিল শাখার কর্মকর্তা আশরাফুল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানজটের কারণে মোহাম্মদপুর ও মিরপুর থেকে আসা তার অধিকাংশ সহকর্মীরই অফিসে ঢুকতে দেরি হয়েছে।
যদিও ব্যাংকের সময় এক ঘণ্টা পেছানো হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মইনুল হক চৌধুরী জানান, এলিফ্যান্ট রোড থেকে গুলিস্থানের দিকে সকাল থেকেই যানজট লেগে ছিল।
সংস্থাপন সচিব অবশ্য বলেন, "যানজট নিরসনে সফল হতে হলে সবার সহযোগিতা লাগবে।"
গত কিছুদিন ধরেই রাজধানীতে অফিস সময়ে অসহনীয় যানজট দেখা দিচ্ছে।
এদিকে দিনের আলোর ব্যবহার বাড়াতে গত ১৯ জুন রাত ১২টায় ঘড়ির কাঁটা একঘণ্টা এগিয়ে আনা হয়। তা এখনও কার্যকর রয়েছে।
বিডি নিউজ
Click This Link