ব্লগে আছি প্রায় ১ বছর ১১ মাস। এর মাঝে অনেক বড় বড় ব্লগারদের লেখা পড়েছি, যাদের লেখা পড়ে সবসময় মুগ্ধ হয়েছি। তাঁরা তাদের লেখার মাধ্যমে সবসময় মুগ্ধ করে রাখেন পাঠকদের। তাদের কথা সবসময়ই বলি, সবাই বলে। নতুন করে বলার কিছু নাই। কিন্তু আমি আজ পুরোনো ও অভিজ্ঞ কোন ব্লগার সম্পর্কে কিছু বলছিনা, বলছি নতুন কিছু ব্লগারদের সম্পর্কে। অল্প কিছু ব্লগার আছেন, যারা ব্লগে প্রায় একেবারেই নতুন, কিন্তু লেখার হাত অনেক বেশী শক্তিশালী। না আমি বিচার করার কেউ না, আমি শুধু এইসব ব্লগার সম্পর্কে সম্পূর্ণ নিজের মতামতগুলো প্রকাশ করছি।
ইনকগনিটো: আমারা বেশ পছন্দের একজন ব্লগার। পছন্দের হওয়ার কারন মূলত, উনি আমার প্রিয় বিষয় মিথলজি নিয়ে প্রচুর লিখেন। সহজ ও সাবলীল লেখার ভঙ্গি আর লেখার সাথে সাথে মিলিয়ে ইমেজ যোগ করায়, তার পোষ্টগুলো যেন জীবন্ত করে উঠে।
ত্রিনিত্রি: বাংলাদেশের আধুনিক ইবনে বতুতা। এই ব্লগারের অধিকাংশ লেখাই হলো ভ্রমন সংক্রান্ত। দেশ-বিদেশে ঘোরেন আর নিজের ভ্রমন অভিজ্ঞতা শেয়ার করেন তার লেখনীর মাধ্যমে। কিন্তু ত্রিনিত্রির লেখার মূল যে আকর্ষন সেটা হলো, তার প্রত্যেকটা ভ্রমন বিষয়ক লেখা তিনি যেভাবে বর্ণনা করেন, আমি শিওর অধিকাংশ পাঠক তার লেখা পড়েই ভার্চুয়ালী সেসব দেশ থেকে ঘুরে আসতে পারেন। ইদানীং ত্রিনিত্রি কিছু ভুতুরে লেখা শুরু করেছেন এবং ভুত বিষয়ক যেকোন লেখায় তাকে পাওয়া যাবেই।
শিশিরের বিন্দু: আমি আগে কবিতা পড়তামনা। ভালোও লাগতো না। এখন পড়ি এবং বেশ ভালো লাগে। কেন জানেন? এই ব্লগারটার জন্য। যাদু আছে এর কবিতায়, ঝড় আছে কবিতার প্রতিটা ছন্দে। যাদের কথা লিখছি, তাদের মধ্যে সবচেয়ে নবীন ব্লগার এই ব্লগার। কবিতা বাদেও কিছু ছোট ভুতের গল্প আছে উনার। সহজ, সাবলীল ভাষায় লেখা। এই ব্লগারের অনুপ্রেরনায় আমি নিজেও কিছু তাল-ছন্দহীন কবিতা লেখার চেষ্টা করেছি।

ভুত: নাম ভুত হলেও ইনি ভুত বিষয়ক লেখা সামান্যই লিখেন। বেশীরভাগ লেখাই সামাজিক এবং প্রবন্ধ টাইপের। ইনার বিষয়েও একটা কথাই বলা যায়, অসাধারন লেখার হাত উনার। খুব সাধারন একটা বিষয়কেও লেখনীর মাধ্যমে অসাধারন করে তোলেন এই ব্লগার।
হাসান যোবায়ের: না না, এই ব্লগার কোন নতুন ব্লগার নয়। তারপরেও এর নামটা না এনে পারলাম না। যদিও এর বিষয়ে লেখার কোন দরকার পড়েনা। সামুতে খুব কমই ব্লগারই আছে, যার প্রিয় পোষ্টে এই ব্লগারের কোন পোষ্ট পাওয়া যাবেনা। ইনি সবচেয়ে বেশী পোষ্ট দেন, কিভাবে আপনার তোলা ছবির বারোটা বাজানো যায়, সেই সম্পর্কে।

নুপুরের রিনিঝিনি: মিস বাংলাদেশ। কেন এই ব্লগারকে মিস বাংলাদেশ বললাম সেটা জানতে হলে ইনার লেখা আপনাদের পড়তে হবে। মাত্র ২ মান ২ সপ্তাহর মধ্যে ইনি সামুতে বেশ জনপ্রিয় একজন ব্লগারে পরিনত হয়েছেন। নিত্য দিনের অভিজ্ঞতা শেয়ার করেন নিজের ডায়েরীর মাধ্যমে। অসাধারন কিছু সুন্দর প্রবন্ধও আছে নুপুরের। উনার সহজ, সুন্দর লেখার ভাষাই আমার কাছে একজন পছন্দের ব্লগারে পরিনত করেছে।
আরো বেশ কিছু নতুন ব্লগার আছে, যাদের লেখার বেশ বড় ভক্ত আমি। সেকথা না হয় আরেকদিন হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৩