পাকিস্থান ডেইলী'র সংবাদ শিরোনামঃ
গৃহযুদ্ধঃ বাংলাদেশ কি পারবে আরও একটি আওয়ামী একনায়কতন্ত্র থেকে উত্তরন পেতে।
গত ১৩ই জুন প্রকাশিত সংবাদ টির মূল বিষয় আমার দেশ বন্ধ এবং মাহমুদুর রহমান কে আটক হলেও, নানাভাবে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশে গৃহযুদ্ধ।
বিস্তারিত সংবাদে (Click This Link) না গিয়ে আমি শুধু কিছু পয়েন্ট তুলে ধরি- এবং বোঝার চেস্টা করি!
#Expose the imperialist and hegemonic agenda led by India to turn Bangladesh into a vassal state.
অর্থাৎ জামাতীরা যেমন করে বলে ঠিক তেমন করেই বাংলাদেশ কে বলা হচ্ছে ভারতের ক্রীতদাস।
#Sheikh Hasina is now giving away genuine national, economic and strategic interests of Bangladesh to the New Delhi rulers.
শেখ হাসিনা বাংলাদেশের জাতীয়, অর্থনৈতিক সমস্ত স্বার্থ ভারতের হাতে তুলে দিচ্ছে।
#Deployment of Indian Commandos (special forces) in different places in the country
বাংলাদেশের বিভিন্ন স্থানে ভারতীয় কমান্ডো বাহিনীর অনুপ্রবেশ।
#Under Indian pressure has distanced Bangladesh from China, entered into secret military pact with India.
ভারতের সাথে গোপন মিলিটারি সমাজোতা।
অভিযোগ গুলো খুবই গুরুতর।
বাংলাদেশের মানুষও জানে না কিন্তু পাকিস্থানের মিডিয়া বিশ্ব-বাসীকে জানানোর চেষ্টা করছে! আসুন আমরা এদের নিন্দা জানাই!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২০