
John Stuart Mill এর ভাষ্য মতে, "পৃথিবী বিষ্ময়াবিভূত হবে যদি জানতে পারে যে, মানবঅজাতির উজ্জল নক্ষত্রগুলোর অধিকাংশই ধর্মের প্রতি অনাস্থা পোষন করে।"।- এটা সত্যিই বিষ্ময়কর- প্লেটো থেকে শুরু করে আইনস্টাইন, ইবনে সিনা থেকে মহাত্মা গান্ধী, এ পর্যন্ত জন্ম নেয়া দার্শনিক, বিজ্ঞানী ও চিন্তাবিদ দের অধিকাংশই ঈশ্বরের প্রতি না-আস্তা পোষন কারী। এবং এটাও বিষ্ময়কর যে তৃতীয় বিশ্ব বা অনুন্নত বিশ্ব, যেখানে মানুষ শিক্ষা-দীক্ষা বা অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে সেখানেই আস্তিকের হার বেশি। বর্তমান হিসেব মতে, পৃথিবীতে ৩৩ভাগ খ্রীস্টান, ১৯ ভাগ মুসলমান, এবং ১৬ ভাগ নাস্তিক, এবং বলাবাহুল্য- এটাও সত্য যে খ্রীস্টান্দের মধ্যে অর্ধেকের বেশি নামে মাত্র খ্রিস্টান, আছে নামে মাত্র মুসলিম, হিন্দু এবং অন্যান্য ধর্মের অনুসারী, এই হিসেবে নাস্তিকের হার দাঁড়ায় সবচেয়ে বেশী। এই গ্রন্থটি নাস্তিকদের বাইবেল নামে পরিচিত এবং সমাদ্রিত। এতে সংকলিত হয়েছে একক কোনো ঈশ্বরের বানী নয় বরং শুরুতেই উল্লেখিত মানব্জাতির কিছু নখত্রপুঞ্জের ভাবনা।
[কোনো ধর্মকে আঘাতের উদ্দেশ্যে নয়]
আলোকায়ন এর পুস্তিকা।
একটা সময় ছিলো ধর্ম পৃথিবী শ্বাসন করেছে, ওটা অন্ধকার যূগ নামেই পরিচিত।
... —Ruth Hurmence Green
ঈশ্বরে বিশ্বাসঃ এমন কিছু বিশ্বাস এর চেষ্টা, যা আমাদের সাধারন বুদ্ধি ও মিথ্যা বলে জানে।
... —Elbert Hubbard
একটা বাস্তব উড়ন্ত মৌমাছি একটা অবাস্তব পরীর চেয়ে বেশি গুরত্বপূর্ণ।
... —Ralph Waldo Emerson
যেখানে সূর্যের পূজা করাই নিয়ম, সেখানে তাপতত্ত্ব নিয়ে গবেষণা অপরাধ হিসেবই গন্য হবে, এটাই স্বাভাবিক।
... —John Morley
ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এর তথ্যপ্রমাণ অপর্যাপ্ত এবং আমদের পরিণতির জন্য আমরাই দায়ী, এই বোধই হলো জ্ঞানের প্রথম ধাপ।
... —Paul Kurtz
যার দেখা পাওয়ার কোনো তথ্যপ্রমাণ তাঁর জন্য আশার সারবত্তাই হলো ঈশ্বরে বিশ্বাস।
... —Saint Paul (Hebrews 11:1)
ধর্মীয় ভাবনা হলো দরজা ছাড়া ঘর থেকে বের হওয়ার চেষ্টা।
... —Albert Einstein
ঈশ্বর যদি কিছু করতেই চান, তাহলে তাঁর ইচ্ছাগুলো আরো পরিষ্কার করা উচিত। সুস্ত ভাবনা-সম্পুর্ণ মানুষ এর আগে তাকে গুরত্ব দিবে না।
... —Samuel Butler
আমি এমন ঈশ্বর এ বিশ্বাস করতে পারি না, যার নাই কোনো রসবোধ, নাই সাধারন বুদ্ধি।
... —W. Somerset Maugham
প্রশ্নঃ কিভাবে তুমি জানো যে তুমিই ঈশ্বর?
উত্তরঃ সহজ, যখন আমি প্রার্থণা করি, আমি দেখি যে আমি নিজের সাথেই কথা বলছি।
... —Peter O’Toole
আমরা আমাদের সমস্ত জ্ঞানই অর্জন করেছি তাঁদের মাধ্যমে যারা অস্বীকার করেছে, যারা স্বীকার করেছে তাঁদের মাধ্যমে নয়।
... —Charles Caleb Colton
মানুষের জীবনের আলাদা কোনো মানে নেই, আমরা যে মানে দেই তাই।
... —Paul Kurtz
মানবজাতি দীর্ঘ সময় ধরে কঠিণ সাস্তি পেয়েছে ঈশ্বর সৃষ্টি করে; ঈশ্বরের যাত্রার পরে যন্ত্রনা আর নিধন ছাড়া মানুষ আর কিছু পায় নি। মুক্তির উপায় একটাইঃ মানুষকে অবশ্যই তাঁর পা থেকে স্বর্গ আর নরক এর শেকল খুলে ফেলতে হবে, যেন নতুন এক পৃথিবীতে সে তাঁর আপন সত্ত্বাকে পুনর্জাগরিত করতে পারে।
... —Emma Goldman
উপসনালয়গুলো আমাকে বলে, পৃথিবী সমান্তরাল, কিন্তু আমি জানি পৃথিবী গোলাকার, কারণ আমি চাঁদের গায়ে ছায়া দেখেছি, এবং আমার উপসনালয়গুলোর চাইতে অই ছায়ার প্রতিই বেশি বিশ্বাস আছে।
... —Ferdinand Magellan
বর্তমান কাল...সুনির্দিষ্ট’র চাইতে চিহ্ন, মূল এর চাইতে প্রতিলিপি, বাস্তবতার চাইতে পরাবাস্তব আর ভেতরকার চাইতে বহিরাবরন কেউ প্রাধান্য দেয়...এ সময় এর জন্য অতি-কল্পনাই পবিত্র সত্য নয় ।
... —Ludwig Feuerbach
ওরা বলে যে ঈশ্বর সর্বত্র, আর এখনো আমরা ভাবি যে তিনি আমাদের মধ্যকার কেউ নন।
... —Emily Dickinson
ধর্মের জন্য মানুষ বিষম তর্ক করতে পারবে, লিখতে পারবে, মরতে ও পারবে, কিন্তু বাঁচতে পারবে না।
... —Charles Caleb Colton
...কিছু বানান বিভ্রাট রয়ে গেলো...ক্ষমা করবেন এবং শুধরিয়ে দিলে উপকৃত হবো...।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২৯