ধর্মের রহস্য হলো সার্বিকভাবে অসুস্থদের জন্য কিছু দাওয়াই এর মতো, যার কিছু একেবারে গিলে ফেলা যায় এমন বড়ি, যেগুলোর সুস্থ করে তোলার ‘সদিচ্ছা’ আছে, কিন্তু বেশির ভাগই চিবিয়ে খাওয়ার মতো, যেগুলো নিছক অকার্যকর।
... Thomas Hobbes
মার্ক্স ভুল ছিলেন। ধর্ম মানুষের মাদকাসক্তি নয়। মাদক মানুষকে তন্দ্রাচ্ছন্নতা, অসাড়তা আর বোধহীনতা দেয়। কিন্তু প্রায়সঃই ধর্ম এমন এক ভীতিকর উদ্দেপক এর নাম, যা জাগ্রত করে মানুষের পশুত্ত্ব কে। সবচে ভালো যখন, তখন তা আত্মা কে তুলে আনে আর উঁচু করে কিছু মসজিদ, মন্দির কিংবা চার্চ এর চুঁড়া। সবচে মন্দ যখন তখন সভ্যতা কে পরিনত করে গোরস্থানে।
... Phillip Adams
ধর্ম হলো বিশ্বাসের কেতাদুরস্ত বিকল্প।
... Oscar Wilde
আমাকে ধর্মকে ব্যাখ্যা করতে বললে, আমি বলবো- এটা হলো, পারিপার্শিকতার দ্বারা তৈরি আত্মনির্মিত জঘণ্যতার এক রক্ষা কবচ।
... Theodore Dreiser
উপসনালয়গুলো হলো পৃথিবীর সবচেয়ে বড় হারানো ও প্রাপ্তি বিভাগ।
... Robert L. Short
ধর্ম হলো তাই, যা ধনীদের কে গরীবদের হাত থেকে খুন হওয়া থেকে রক্ষা করে।
... Napoléon Bonaparte
উপসনালয়ে ধর্মগীতিগুলো হয়তো আমাদের সবাইকে বিশ্বাসী করতো, কিন্তু ধর্মগুরুদেরকে ও হিসেব করতে হয়।
... Mignon McLaughlin
আবেগঘন উত্তেজনা গুলো মানুষের কাছে পৌছে চা, সিগারেট, হিরোয়িন, মদ ও ধর্মের মাধ্যমে।
... George Bernard Shaw
কত নীচ এবং হিংস্রতর কাজ মানুষ করতে পারে ঈশ্বরের ভালোবাসায়।
... W. Somerset Maugham
মানুষ কখনোই দুষ্টকর্ম এমন সম্পূর্ণভাবে আর আনন্দের সহিত করতে পারে না, যা কিনা সে করতে পারে ধর্মীয় বিশ্বাস এর কারণে।
... Blaise Pascal
সাধারনভাবে বললে- ধর্মের ভুল হলো বিপদজনক, আর দর্শনে শুধুই হাস্যকর।
... David Hume
আমি প্রায়সঃই ভাবি যে ধর্মগ্রন্থগুলোর শুরুতেই বলে নেয়া উচিত- “এটা একটা কল্পকাহিনী”। এর মানে ভিত্তিহীন, অর্থাৎ এটা ভ্রান্তবিশ্বাস নির্ভর।
... Ian McKellen
ধর্ম অনেক সমস্যাই সন্দেহ’র হাত থেকে লুকায়িত রাখে।
... Christopher Marlowe
শয়তান ও নিজের প্রয়োজনে ধর্মগ্রন্থ প্রনয়ণ করতে পারে।
... William Shakespeare
প্রতিটি অন্ধবিশ্বাসেরই নিজস্ব সময় থাকে।
... Israel Zangwill
বেশির ভাগ ধর্মোক্তিই আমার কাছে বিজ্ঞাপন এর মতো মনে হয়- কিন্তু আমি কিছুতেই বুঝে উঠতে পারিনা, ঈশ্বর কি পণ্য নাকি এসব তাঁর সৌজন্যে।
... Mignon McLaughlin
মানুষের ধর্মগুলো অবশ্যই এধরনের অন্যান্য মতিবিভ্রম এর সাথে শ্রেনীভুক্ত হওয়া উচিত। বলা বাহুল্য যে, যারা এসব বিভ্রান্তি ছড়ায় তারা কেউ কোনদিন একে চিনতে পারে নি।
... Sigmund Freud
ধর্মগ্রন্থগুলো চরম হতাশাজনক, মানবতারর জন্য এগুলোর যা করা উচিত ছিলো তা কখনোই করেনি।
... Christopher Morley
***বানানবিভ্রাট থাকবে, ক্ষমা করবেন। ধরিয়ে দিলে উপকৃত হবো।***