দ্বিতীয়খন্ড-কথামালা
সকল মহৎ সত্যের শুরু অবিশ্বাস দিয়ে।
...George Bernard Shaw
ঈশ্বর এমন একটি শব্দ, যা প্রকাশ করে তাঁর চাহিদা, আমাদের ধারণা নয়।
...John Stuart Mill
নাস্তিকেরা প্রায়সই ইশ্বর এ অবজ্ঞা করার অভিযোগে অভিযুক্ত হয়, কিন্তু এটা এমন এক অপরাধ যা তারা করতে পারে না... তখন সে কোনো ব্যাক্তিবিশেষ নয় ‘ধারণা’ কেই মূল্যায়ন করে। সে ঈশ্বর কে অপমান করতেই অক্ষম, কারণ সে তার অস্তিত্ত্বই স্বীকার করে না।
...G. W. Foote
ঈশ্বর ধারণা’র প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, এমন কদার্য এক্তা পৃথিবী সৃষ্টির দায় দেয়ার জন্য।
...Georges Duhamel
ঈশ্বরের স্রষ্টা হিসেবে মানুষ সবসময়ই ছিলো এবং আছে।
...John Burroughs
আধুনিক পৃথিবীতে সকল ধর্মীয় জটিলতার কারণ পাগলাগারদে জেরুজালেম এর অনুপস্থিতি।
...Havelock Ellis
যা কিছুই আমরা সহজে বুঝতে পারি না, আমরা নাম দেই ‘ঈশ্বর’; যা আমাদের মাথা না খাটাতে সাহায্য করে।
...Edward Abbey
এটা কোনো ভাবেই মেনে নেয়ার মতো নয় যে, সব ধর্মই সঠিক, বরং এটাই যুক্তিযুক্ত যে সবগুলোই ভুল।
...Christopher Hitchens
‘অবিশ্বাস’ চিন্তার স্বাধীনতারই নামান্তর।
...Graham Green
‘বিশ্বাস’ মানেই ‘সন্দেহ’।
...Emily DIckinson
এটা ঐতিহাসিকভাবেই সত্য যে, ধর্মে অবিশ্বাসীদের অধিকাংশই যূগ যূগ ধরে অসামান্য গুণে সমাদৃত এবং সম্মানিত।
...John Stuart Mill
সকল চিন্তাশীল মানুষই ‘নাস্তিক’।
...Ernest Hemingway
সকল শিশুই নাস্তিক- ঈশ্বর সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।
...Baron d’Holbach
আমি মনে করি এটা ভুল যে, জীবন কে অর্থবহ করার জন্য কোনো ধর্মের প্রয়োজন আছে।
...Sinclair Lewis
ধর্মকে আমি শিশুতোষ খেলনা হিসেবেই দেখি,
যেখানে কোনো পাপ নেই, আছে অবজ্ঞা।
...Christopher Marlowe
যদি কোনো ঈশ্বর থাকেন, দয়ালু ঈশ্বর, তাহলে আমাদের অনুধাবন করা উচিত যে, তিনি অসাধারণ এক কাজ করেছেন- নির্মম এই পৃথিবী সৃষ্টি করে।
...Dave Matthews
ধর্মতত্ত্বঃ জেনে লাভ নেই এমন কিছু জোড়াতালি দিয়ে জানার অসাধ্যকে জানার চেষ্টা।
...H. L. Mencken
এই মহাবিশ্ব স্বচালিত, এমনিভাবেই এসেছে চিরন্তনভাবে, প্রাথমিক কোনো কারণ ও সঞ্চালক ছাড়াই।
...Marquis de Sade
‘লাঞ্চনাভোগ’...কোনো সামর্থ ছাড়াই মানুষ বিখ্যাত হতে পারে, এমন এক উপায়।
...George Bernard Shaw
আমি বলবো যে আমরা উভয়ই নাস্তিক। আমি তোমার চেয়ে শুধুমাত্র একজন ঈশ্বরে কম বিশ্বাস করি। আমি কেন তোমার ঈশ্বরকে বাদ দিয়েছি এটা তুমি তখনই বুঝবে, যখন, তুমি কেন সম্ভাবনাময় অন্য সকল ঈশ্বরকে বাদ দিয়েছো- এটা বুঝতে পারবে।
...Stephen Henry Roberts
অদ্ভুত, বিস্ময়কর, এবং অসাভাবিক শোনালেও এটা সত্য যে, বিধর্মীরা ধর্মকে ধার্মিকের চেয়ে বেশি গুরত্ত্ব সহকারে বিচার করে।
...Jonathan Miller
...কিছু বানান বিভ্রাট রয়ে গেলো...ক্ষমা করবেন এবং শুধরিয়ে দিলে উপকৃত হবো...।