চেয়ারম্যান : কি রে জগলু, কি এত ভাবতেছিস চুপ কইরা?
জগলু : সকালে রফিক মিয়ার আম গাছ থাইকা সবাই মিল্লা ঢিলা মাইরা আম পাইড়া আনছি! কয়েকটা মাথায় ও পরছে! এরপর ঝাল ঝাল কইরা ভর্তা বানাইয়া খাইলাম......
চেয়ারম্যান : তো? ভালইতো মজা করছিস। তোদের বয়সটাই তো দুরন্তপনা করার! তো এতে এত ভাবনার কি আছে?
জগলু : কিছুতেই একটা হিসাব মিলাইতে পারতাসি না চেয়ারম্যান সাব! আল্লাহ্ এই কামডা ক্যান করলো কন দেহি?
চেয়ারম্যান : কি কাজ?
জগলু : এই যে এত ছোড লাউ গাছ, অথচ এডাতে কত বড় বড় লাউ ধরে! অথচ এত বড় আম গাছে দেহেন এত ছোড ছোড আম ধরে! এইডা কিছু হইল?
চেয়ারম্যান : কাজটা তোর কাছে ভুল মনে হইতাছে?
জগলু : না, ঠিক তা না। তবে মাইনা লইতে কষ্ট হইতাছে!
চেয়ারম্যান : জগলু, একটা বার ভাইবা দেখ, এত উপর থাইকা, একটা লাউ এর সাইজ এর আম যদি আজকে তোর মাথায় পড়তো, তাইলে তোর আজ কি অবস্থা হইত???
জগলু শকড, চেয়ারম্যান রকড :p
( সত্যিই অনেক মিস করি, অন্যের গাছে ঢিল মেরে কাঁচা আম পারা! অথবা ভীষণ ঝড়-তুফানে আম কুড়াতে বের হওয়া )
( courtesy : https://www.facebook.com/tawfirhasan )