তোমার চোখের ভাষা ছিল না, লেখা হয়নি কোন বিষাদের গল্প
প্রিয় চোখ দুটিতে হাহাকার আর ছিল এক মুঠো অন্ধকার
ছিল নিস্তব্ধ দুপুরের মৃত্যু-শীতল-নিষ্ঠু্রতায় পোড়া নীরবতা
সেদিন ছিল শূন্যতার দিন।
মেলেনি কোন কবির ছন্দ, উপমা হারিয়ে দিশেহারা রবীন্দ্রনাথ
বিদ্রোহের আগুন মিটিমিটি জ্বলে নজরুলের, ছাইচাপা একটুকরো
কাগজে মধ্যে কলমের আঘাতে শব্দের বদলে ওঠে লাল রক্তের দাগ
সেদিন ছিল শূন্যতার দিন।
প্রেমিকরা শোনেনি কোন প্রিয়ার চোখে ডুবে যাওয়ার আহ্বান
কামনার সংঘর্ষে তপ্ত হয়ে উঠেনি দেহ কিংবা ভেজা হয়ে আসা ঠোঁট
মুঠোয় মুঠো শক্ত করে ধরার বদলে ছেড়ে দিয়েছে হতাশ প্রেমিক
সেদিন ছিল শূন্যতার দিন।
সেদিন প্রেমে পড়েনি কোন তরুণ, কারো হাসি দেখে উঠেনি কাঁপুনি
সদ্য সঞ্চয় করা সাহসের ভেলায় ভর করে কিশোরটি বলেনি কিছুই
প্রথমবারের মত দুরুদুরু বুকে হাতে হাত ছুঁইয়ে- ভালোবাসি
সেদিন ছিল শূন্যতার দিন।
বিদায়ের প্রহরে বলতে চাওয়া কথার ভিড়ে বলা হয়নি কিছুই
বুকের মাঝে ভালোবাসার বদলে ছিল কেবল; কেবলই শূন্যতা
থাকবেই বা না কেন? সেদিন তো ছিল অবাক করা শূন্যতার দিন।
শূন্যতার দিন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ রাত ২:৫৩