লাইফের সবথেকে প্যাথেটিক পড়ালেখা হল ইন্টারে … সাগরের মত পড়া … অথচ ইন্টারের জিনীষগুলা যে বেশীই ইন্টারেস্টিং সেইটা আমাদের কখনো অনুভব ( ফীল মাম্মা ফীল ) করা হয় না … কলেজ – কোচিং এ সাব্জেক্টগুলা জাস্ট গেলানো হয় …
যাই হোক , ইন্টারে ঊঠে সবার পাখনা গজায় … আমারো গজাইসে … কলেজে কী ক্লাস হয় মাথা উপর দিয়া যায় , কোচিং এ বাং মারি … তাছাড়া সব থেকে বড় প্রব্লেম যেইটা আমার ফেস করতে হয়েছে , কোনো টপিকের কিছু অংশ না বুঝলে বাকি সব লেকচার মাথার উপর দিয়ে যেয়ে দুম দুম করে দেয়ালে বাড়ি খায় ।
যাই হোক , সময় স্রোত আর সুন্দরী মেয়ে রা কারো জন্য থেমে থাকে না । পরীক্ষার কিছু মিছু সময় আগে বই খাতা খুলে দেখি খাবলা খাবলা টপিক বুঝি । মাথায় পড়লো হাত … বাসায় নাই হোম টিউটর , আশে পাশে নাই তেমন কোনো আপু ( বুঝেনই ত ) কিংবা ভাইয়া । ৯-১০ থেকেই খান একাডেমিতে টুকটাক ঘাটি । যাই হোক কিছক্ষণ নেটে ঘাটাঘাটি করেই আমাদের চ্যাপ্টার ওয়াইজ বেশি কিছু জোস টিউটোরিয়াল পেয়ে গেলাম ।
দুই দিন আগে খেয়াল করলাম যে ম্যাথের বেশ কিছু চ্যাপ্টার বেশ কিছু জায়গা থেকে নেটে আপ্লোড করা হয়েছে । বাকি সব সাব্জেটের থেকে ম্যাথ এর কন্টেন্ট আছে বেশী নেটে । তো আমি যেই কয়টা জায়গা থেকে ম্যাথের ভিডিওগুলা দেখে শিখসি , সেই সব সোর্স একজায়গা রাখাই মূলত এই পোষ্টের উদ্দেশ্য । HSC এর সবার জন্য আই গেস এইটা ভালোই কাজে লাগবে ।
প্রথম এই কন্সেপ্টটা নিয়ে একটু ভগর ভগর করা যাক । কন্সেপ্টটার নাম হল OPEN EDUCATION . শিক্ষা হবে উন্মুক্ত , শিক্ষার সব ঊপকরণ থাকবে অনলাইনে । যাতে যে কেউ যখন খুশি প্রয়োজনমত তা দেখে নিতে পারে । এই ওপেন এডুকেশন কন্সেপ্টটার মেইনস্ট্রিম এডুকেশন এর থেকে বেশ কিছু এডভান্টেজ আছে । অনলাইনে থাকার কারণে আপনি আপনার সময় সুযোগমত দেখতে পারতেসেন ( কলেজের লাস্ট পিরিয়ড টা যায় ছুটির ঘণ্টার শব্দের কথা চিন্তা করে ম্যান ) , কোনো টপিক ভালোভাবে না বুঝলে আবার প্রথম থেকে দেখতে পারতেসেন , সব কিছু থাকতেসে আপ টূ ডেটেড । আর সবথেকে বড় ব্যাপার হল জ্ঞান পড়ছে ছড়িয়ে । আপনি শিখছেন , আপনি শিখাচ্ছেন আরেকজনকে , আরেকজনকে শেখাবার ফলে আবার আপনার জ্ঞান এও বাড়ছে । এভাবে করেই ওপেন এডুকেশন আপনার আমার সবার জন্য কাজে লাগছে , মানব জাতির মান্নোয়নে ভূমিকা রাখছে ।
বর্তমানে শিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় হল খান একাডেমি । আমাদের সালমান খানের ( ঢিংক্যা চিক্যা সাল্লু না -_- ) বানানো জিনীষ । সব কন্টেন্ট ইংলিশে । তবে কিছু অসাধারণ বাংলাদেশীদের উদ্যেগে এখানকার অনেক কন্টেন্ট কে বাংলা করা হয় । যা পাওয়া যাবে এখানে । খান একাডেমি এর বাংলা ভার্সনে যারা শ্রম দিয়েছেন তাদেরকে জানাই শ্রদ্ধা । এরপর আমার দেখা আরেকটা বেশী অসাধারণ হল CrashCourse . বিভিন্ন টপিকের উপর দশ-বারো মিনিটের ভিডিও , একবার দেখলে অনেক কিছু মাথায় গেঁথে যায় ।
যাই হোক , এবার আসা যাক দেশীয় কিছু সুপারহিরোদের দিকে । শিক্ষক.কম , অন্যরকম পাঠশালা , Metacentric , Banglanesis Science Courses , ইত্যাদি ।
যাই হোক, এবার অংক কন্টেন্ট এক জায়গায় আনার পালা ।
শিক্ষক. কম এ আছে ম্যাট্রিক্স , নির্নায়ক এবং বিন্যাস ও সমাবেশের সম্পূর্ন কোর্স । যা পাওয়া যাবে এখানে । আছে চমক হাসান ভাইয়ার নেওয়া একটা অসম্পূর্ণ ক্যালকুলাস কোর্স ( কেউ কী চমক ভাইয়াকে বলবেন , সে যেন প্লীজ প্লীজ কোর্সটা শেষ করে ) যা পাওয়া যাবে এখানে ।
অন্যরকম পাঠশালাতে HSC গনিতের সব থেকে বেশী কনেন্ট আপ্লোড করা হয়েছে । অধ্যায় ১ ঃ ম্যাট্রিক্স – নির্নায়ক , অধ্যায় তিন , অধ্যায় ৪ , অধ্যায় ৫ , অধ্যায় ৬ এবং লিমিটের সম্পূর্ণ টা পাওয়া যাবে এখানে ।
এবার আসা যাক মেটাসেন্টিকের দিকে । একক প্রচেষ্টায় টুকটুক করে এরাও বেশ কিছু চ্যাপ্টার কভার করে ফেলেছে । আমি লিমিট এবং পর্যায়ক্রমিক অন্তরজ শিখেছি এখান থেকে । এদের ইউটিব ভিডিও পেজ এখানে ।
এরপর আসা যাক বাংলানেসিস সায়েন্স কোর্সেস এর দিকে । টুকটূক করে তারাও কিছু ভিডিও পাব্লিশ করে ফেলেছে । তাদের ভিডিও গুলোর লিংক এই যে ।
মোটামুটি এই সব বলা যায় । এছাড়া গুগল ইজ মাই বেস্ট টীচার । যা প্রব্লেম , গুগ্লায়লা ।
উৎসর্গ : এইসবের পিছনে ডার্ক নাইটদের । বাংলাদেশে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মত মানুষ খুব কমই আছে , তাও আপনারা করে যাচ্ছেন । ধন্যবাদ দেওয়া ছাড়া আসলে আর কিছু করার নেই । বাংগালি জাতি একদিন মাচিউর্ড হবে , তখন তারা আপনাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে । ওপেন এডুকেশনের যেই বেঞ্চমার্ক আপনারা করে যাচ্ছেন , অসংখ্য ধন্যবাদ তার জন্য । Thanks the watchful protectors of the nation , Thanks the Dark Knights !
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১৮