ধরা যাক - আপনার সাথে নতুন কারো পরিচয় হল, হতে পারে সেটা বাসে, ক্লাসে, সিনেমাহলে, চ্যাটরুমে কিংবা ব্লগে। আমি ধরে নিলাম পরিচয়টা ব্লগেই হয়েছে। তার লেখার হাত অসাধারণ, নিজেকে প্রকাশ করার সব ক্ষমতাই তার আছে। তার সাথে আপনি ব্লগে কথা বলেন, চ্যাটরুমে কথা বলেন, এমনকি মাঝে মাঝে তাকে ফোনও করেন। লং ডিস্ট্যান্ট কলের খরচকে আপনি পাত্তাই দেন না - এমনই মধুর সম্পর্ক। হঠাৎ করেই একদিন আবিষ্কার করলেন সে আসলে এমন একটি পরিবার থেকে এসেছে যে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা যুদ্ধাপরাধের জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যার সাথে আপনার বন্ধুত্ব, সেও ভেতরে ভেতরে একই বিশ্বাস পোষণ করে।
আপনি নিজে যুদ্ধাপরাধীদের প্রচণ্ড ঘৃণা করেন, সুতরাং তাদের পরিবারের কারো সাথে চলতে আপনার ভালো লাগার কথা নয়। এমতাবস্থায় আপনি কি করবেন?
(পোস্টে বর্ণিত পরিস্থিতি শতভাগ কাল্পনিক)
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৬