আপনাদের কি মনে আছে সেই চীনা পরিবারের কথা?
(পর্ব ২)
ভাষাগত জটিলতায় পড়ে যাদের সাথে আপনার কথা চালিয়ে যেতে হয়েছে ইশারা- ইঙ্গিতে!
তাঁদের চোখ মুখ আছে তাই আপনার কথা শুনতে পারে, ইশারা বুঝতে পারে।
এখন আপনি আপনার কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য একটি ভাষা শিখবেন। সেটা হলো "সি"।
শুধু ভাষা শিখলে তো আর হবে না! সেটার প্রয়োগও করতে হবে।
প্রশ্ন হলো, কম্পিউটারের তো চোখ, মুখ নেই! তাকে আপনি আদেশ দিবেন কিভাবে???
ভাষা প্রয়োগ এর কাজটি করার জন্য দরকার হবে একটি সফটওয়্যার এর। এর সাধারণ নাম, কম্পাইলার(Compiler)।
আমাদের আলোচ্য চীনা পরিবারে যদি একজন ইংরেজী জানা মানুষ থাকে, আপনার যোগাযোগের জন্য কত সুবিধা সেটা চিন্তা করে দেখেছেন??
তেমনি ভাবে কম্পাইলারও আপনার আর কম্পিউটারের মধ্যে একটা যোগাযোগ করিয়ে দিবে।
এই Compiler জিনিসটা আসলে আপনার লেখা কোড কে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দিবে, আবার কম্পিউটার আপনার কথা-বার্তা শুনে যে ফলাফল দিবে, সেটা কে আপনার বুঝার উপযোগী করে উপস্থাপন করবে।
............
Compiler আছে অনেক রকম।
এক এক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জন্য আলাদা আলাদা Compiler ও আছে।
আমরা যেটা ব্যবহার করবো তার নাম codeblocks।
কেন?
এটা দেখতে সুন্দর তাই
এটা ফ্রি। কিনতে টাকা-পয়সা লাগবে না। ডাউনলোড করে নিতে হবে। সাইজ ২৪ মেগাবাইট।
"turbo C++" নামের কম্পাইলার এর নাম শুনে থাকলে সেটা ভুলে যান। এই কম্পাইলার ওপেন করলে মনে হবে আপনি পাতালপুরীতে চলে এসেছেন।
আরেকটি জনপ্রিয় Compiler আছে, Microsoft Visual C++.
মূলত আমরা এটাই ব্যবহার করবো। codeblocks ইনস্টল করলেই আপনি Microsoft Visual C++ ব্যবহার করার সুযোগ ও পেয়ে যাবেন। আমরা যখন ব্যবহার শুরু করবো, এমনিতেই সব পরিষ্কার হয়ে যাবে।
এছাড়াও আপনি অনলাইন Compiler ব্যবহার করতে পারেন, তবে প্রাথমিক পর্যায়ে সেটা ব্যবহার না করাই ভালো।
ডাউনলোড:
Click This Link
পর্ব ৬ এর পরের অংশে codeblocks এর ইনস্টল, সেটিংস, ব্যবহার দেখানো হবে।
আর এক পর্ব পরেই আমরা কোড লিখে প্রোগ্রামিং শুরু করবো
C - programming Language শিশুদের উপযোগী টিউটোরিয়াল: সূচীপত্র
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১২