আমি খুব সম্ভবত আপনাকেই বলছি। আপনি কখনো কখনো মানুষ হতে বলছেন। কখনো মানবিক হতে বলছেন। কখনো কখনো আধুনিক হতে বলছেন! আপনি কি কোনো কারণে বিভ্রান্ত! ভুল পথে আছেন, জীবনে বার বার ভুল করতে করতে হতাশায় নিমজ্জিত হয়েছেন?
আপনি আধুনিক হতে বলছেন। পৃথিবী আধুনিক হয়েছে তাই আপনি আধুনিকতার দোহাই দিচ্ছেন! আধুনিকতা সম্পর্কে আপনার নূন্যতম ধারণা আছে? যাক সে কথা, আপনি আধুনিক বিশ্ব কখনো দেখেছেন? আধুনিক বিশ্ব দেখে থাকলে আধুনিক বিশ্বের কোন রাষ্ট্র দেখেছেন? সেই রাষ্ট্রের জেল দেখেছেন, দেখার সুযোগ হয়েছে বা জীবনে দেখার সুযোগ হবে? সেই আধুনিক দেশে কি পরিমাণ আইন ও বিচার বহির্ভুত হত্যা হয়ে থাকে তার সম্পর্কে নূন্যতম ধারণা? আধুনিক রাষ্ট্রগুলো যুদ্ধের নামে কি পরিমাণ মানুষ (নারী পুরুষ ও শিশু) হত্যা করছে তার সম্পর্কে নূন্যতম ধারণা? আধুনিক রাষ্ট্রগুলো সাম্রাজ্যের লোভে কখনো সন্ত্রাস দমনের নামে কখনো নীতিহীন অন্যায় যুদ্ধে কি পরিমাণ গৃহী পরিবারকে গৃহহীন করছে তার সম্পর্কে কোনো ধারণা?
আপনি ১৪০০ বছর নিয়ে পড়ে আছেন! কথায় কথায় ১৪০০ বছরের উদারহণ টানেন। ২০০০ বছর ১০,০০০ বছর নিয়ে আপনি জীবনে লিখেছেন? আমরা জানি ভালোমন্দে মানুষ, কিন্তু আপনি প্রায় লেখাতেই লিখে থাকেন “খারাপ মানুষ সব যায়গাতে আছে, মক্কাহ মদিনাতেও খারাপ মানুষ আছে”। আপনার জন্য অত্যন্ত লজ্জাকর বিষয় হচ্ছে আপনি যখন মক্কাহ মদিনার উদাহরণ দিচ্ছেন, তখন খুব জানতে ইচ্ছে করে - আপনি জীবনে মক্কাহ মদিনা গিয়েছেন? ইহো জনমে মক্কাহ মদিনা যাওয়ার সম্ভবনা আছে? জীবনে মক্কাহ মদিনার মানুষ নিজ চোখে দেখেছেন? তাঁদের সাথে কথা বলেছেন? তাঁদের সাথে চলার সুযোগ হয়েছে? মক্কাহ থেকে মদিনার দুরত্ব কতো জানেন কি? - দুরত্ব জানতে হয়তো এখনই গুগল সার্চ করবেন!
আপনি কি আধুনিক কোনো রাষ্ট্রে বসবাস করছেন? আপনি যেই রাষ্ট্রে বসবাস করছেন, সেই রাষ্ট্রে এখন পর্যন্ত গত ৫২ বছরের ইতিহাসে এমন কোনো রেকর্ড আছে - কোনো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শপিং মলে বন্দুকধারী কোনো সিভিলিয়ান নামক সন্ত্রাসী, নরাধম, পশু, জানোয়ার, নর্দমার কীট, মানসিক রোগী আক্রমণ করে - হত্যা করেছে অগণিত নিরপরাধ নারী পুরুষ ও শিশু! - কিন্তু আধুনিক রাষ্ট্রে আছে!
sorry to say but this is true - আপনার প্রতিটি লেখা চিৎকার করে বলছে আপনি একজন মানসিক অসুস্থ মানুষ। এবং আপনি একজন অসুখী মানুষ। i am sorry আমার কথাটি শুনতে মনোকষ্ট হলেও কথাটি সত্য। মানসিক অসুস্থ মানুষের হয়তো চিকিৎসা আছে (আমার জানা নেই) মানসিক চিকিৎসকগণ ভালো বলতে পারবেন। তবে একই সাথে যদি একজন মানুষ প্রচন্ড রকম অসুখী হোন তাহলে তার চিকিৎসা নেই। beyond services, out of order. and you are a scrap.
ছবি: সামান্য একটি ছবি, এডোব ফটোশপে নিজেই তৈরি করেছি।
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২২ বিকাল ৫:০৪