প্রিন্ট ও অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগে কিছুদিন পরপর একটি ঢেউ আসে আবার যথারিতি চলেও যায়, সবাই মহা বিবেকবান হয়ে প্রশ্ন রাখেন - “ছাত্র রাজনীতি কবে বন্ধ হবে”? কোনো ব্যাক্তি - দল - প্রতিষ্ঠান কি তাঁর নিজের দু হাত কাটতে রাজি হবেন? বিএনপি, জামাত ও আওয়ামী লীগের দু হাত হচ্ছে ছাত্র রাজনীতি। ১৯৭১ এ ছাত্র রাজনীতি সহ সকল প্রকার রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তারমধ্যে একজনও যুদ্ধে যাননি। এরা সবাই এক দৌড়ে কোলকাতা গিয়ে বোতল নিয়ে ডুব দিয়েছিলেন। যুদ্ধ শেষে জানা যায় সকলেই গান্ধী জ্বীর সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন!!! আর ইসলামী ছাত্র রাজনীতি পাক বাহিনীর সেবায় মত্ত ছিলেন। প্রতিষ্টিত হওয়ার সবচেয়ে সহজ পথ ছাত্র রাজনীতি - তথা রাজনীতি। যেমন অজ্ঞাতনামা নূর হোসেন মারা যাওয়ার পর জানা গেলো সে ঢাকা জেলা আওয়ামী মটর চালক লীগের বনগ্রাম শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন!!! - লাশের সাথে আইডি ঝুলিয়ে দেওয়ার কাজটি খুবই পুরাতন, এটিএম শামসুজ্জামান অভিনীত বহুল প্রচলিত প্রচারিত হাস্যকর সিনেমার অংশ।
যেকোনো হত্যাকাণ্ড রচনার পেছনে যথেষ্ট কারণ থাকে। রাজনৈতিক ও প্রেম ভালোবাসা (সম্প্রতি ত্রিভুজ প্রেমের কাহিনী মিন্নি, নয়ন বন্ড, রিফাত) জনিত হত্যা হলেতো আরো জোরালো কারণ থাকে। কারণ ছাড়া হত্যা হতেই পারেনা। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে এখন একটি ট্রেন্ড চালু হয়ে আছে, পরিবারের ছেলেমেয়ে ছাত্র রাজনীতি করে - এটি একটি ব্যাপার স্যাপার। সরকারী বেসরকারী কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে লাম্পট্য করছে এগুলো পরিবারের কাছে আধুনিকতা!
জীবন অমূল্য সম্পদ, মৃত্যুর পর কারো জীবন ফিরে এসেছে এগুলো ভারতবাংলা সিনেমায় সম্ভব! বাস্তবে মৃত লোকের প্রাণ ফিরিয়ে দিতে পারবে না পৃথিবীর তাবত ধর্ম নামক অধর্ম ব্যাবসা! হাসির রাজা রাষ্ট্রপতি বা মহাশক্তিধর প্রধানমন্ত্রীর পক্ষেও সম্ভব নয় কারো প্রাণ ফিরিয়ে দেওয়া। যে বা যারা হত্যা করেছে তারা খুনি হত্যাকারী - নিঃসন্দেহে দেশের আইনে সর্বোচ্চ সাজা তাদের হতে হবে - হওয়া উচিত। তবে এখানে সমাজের কাছে, পরিবারের কাছে প্রশ্ন থেকে যায়, আপনার সমাজের - আপনার পরিবারের ছেলেমেয়ে কেনো হত্যা হয়েছে - সে কি করেছে যে, তাকে হত্যার মতো পথ দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে?
ছাত্র রাজনীতি বাংলাদেশের ঐতিহ্য যেমনটি পহেলা বৈশাখে পান্তা ইলিশ। ছাত্র রাজনীতি ছিলো - আছে - থাকবে। - এরা সরকার ও বিরোধী দলের পালিত ছেচরা গুন্ডা পান্ডা। সরকার ও বিরোধী দল এদের হাত ছাড়া কেনো করবেন?
উপসংহার:- বিএনপি জামাত আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের তিনটি ভগ্নাংশ মাত্র। পরিবারের সন্তানটি যখন ছাত্র রাজনীতি তথা রাজনীতিতে জড়িত হোন তখন পরিবারের ভাবা উতিত - “রাজনীতিও একটি জুয়াখেলা! এখানে হয় পাশ হবেন নয় লাশ হবেন”।
কৃতজ্ঞতা: - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ। সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে এক দিগন্ত ভালোবাসা ও ধন্যবাদ লেখাটি নির্বাচিত পোষ্টে স্থান দেওয়ার জন্য।
ছবি: গুগল সার্চ ইঞ্জিন
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৫