১৮৭০ সালে United States এ Henry Washburn, Nathaniel P. Langford এবং U.S. Army একটি অভিযান পরিচালনা করে যার নাম দেয়া হয় The Washburn Expedition । এই অভিযান এর অভিযাত্রীদের কাজ ছিল আমেরিকার Wyoming এর উত্তরপশ্চিমস্থ অঞ্চলটির পুঙ্খানুপুঙ্খ মানচিত্র করা এবং এই অঞ্চলের বহু সংখ্যক লেক , পাহাড় এবং বন্যপ্রাণী নিয়ে গবেষণা করা ।
পরবর্তীতে ১৮৭২ সালে মার্চ এর ১ তারিখে U.S. Congress, পুরো Wyoming এবং Montana ও Idahoর কিছু অংশ নিয়ে প্রায় ৩৪৬৮.৪ বর্গ কিলোমিটার এর বিশাল অঞ্চলটিকে Yellowstone National Park নামে ঘোষণা করে এবং President Ulysses S. Grant সেটা আইন এর মাধ্যমে স্বাক্ষরিত করেন । মূলত এই পার্কটি একটি বিশাল subalpine forest।
এই পার্কটির ৩ টি বৈচিত্র্য সারা পৃথিবী জুড়ে বিখ্যাত ।
১# The Old Faithful Geyser ।
২# Yellowstone Lake যেটা North Americaর সর্ববৃহৎ high-altitude লেকগুলোর মধ্যে একটি ।
৩# Yellowstone Caldera নামে একটি super-volcano যেটা এখনও active এবং মাঝে মাঝে বিশাল শক্তি নিয়ে অগ্নুৎপাত ঘটায় । এটি আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় আগ্নেয়গিরি ।
আসুন আমরা এই Old Faithful Geyser সম্পর্কে কিছু জেনে নেই ।
#এই Old Faithful Geyser টি একটি কোণ আকৃতির উষ্ণ প্রসবন ।
#১৮৭০ সালের ১৮ই সেপ্টেম্বর এই প্রসবন টি Henry Washburn এবং Nathaniel P. Langford আবিষ্কার করেন ।
#অভিযাত্রীরা আবিষ্কার করেন যে এই প্রসবন টি প্রতিবার প্রতি ঘণ্টায় একটি নির্দিষ্ট সময় ধরে পানি এবং বাষ্পের বিশাল ফোয়ারা উদগিরন করে । তাই তারা এই প্রসবন টির নাম দেন Old Faithful।
# ১৮৭১ সালে Nathaniel P. Langford তার একটি অভিযানের বইতে Old Faithful সম্পর্কে লিখেন----"একবার চিন্তা করে দেখুন, তখন আমাদের বিস্ময় কি রকম ছিল , যখন আমরা আমাদের যাত্রার দ্বিতীয় দিনে মধ্য দুপুরে উপত্যকাটিতে প্রবেশ করলাম এবং অল্প একটু দূরেই পরিষ্কার সূর্যের আলোয় দেখলাম যে একটি বিশাল পরিষ্কার পানির ঝলকানি আকাশের দিকে ১২৫ ফিট উঁচু পর্যন্ত বিস্ফোরিত হচ্ছে । আমাদের দলের একজন "Geysers! geysers!" বলে চেঁচিয়ে উঠলো আর আমরাও সাথে সাথে আমাদের ভীষণ ক্লান্ত ঘোড়াগুলোকে নিয়ে ছুট লাগালাম । আমরা খুব তাড়াতাড়িই ঐ বিস্ময়কর ঘটনাটির কাছে এসে পৌছালাম । ওটা ছিলএকটি সম্পূর্ণভাবে নিখুত সুন্দর geyser । প্রসবনের গর্তের মুখ টি ছিল আঁকাবাঁকা ডিম্বাকৃতির এবং কিছুটা অদ্ভুতভাবে স্তূপ আকারের। এটির ব্যাস এর দৈর্ঘ্য ছিল ৩ ফুট আর প্রস্থ ছিল ৭ ফিট এর মত । এর বাইরের আবরনটিতে অসংখ্য ছোট ছোট পানি ভরতি গর্ত ছিল । এই পানি ভরতি গর্ত গুলোর কোনটাতে ছিল পলি মাটি আবার কিছু কিছু গর্তে ছিল কাঠ এর গুড়া এবং অন্যান্য উপাদান । প্রসবন টি মাটির সমতল ভূমি থেকে ৩০ ফুট উপরে ছিল এবং এর জ্বালামুখ টি টিলাটির উপরে আরও ৫ থেকে ৬ ফুট উপরে ছিল । আমরা যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ Geyserটি প্রতি ৯ মিনিট পর পর ১০০ থেকে ১২৫ ফিট উঁচু ফুটন্ত গরম পানির ধারা উপরের দিকে ছুড়ছিল এবং এই প্রক্রিয়া প্রায় ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হত ।আর আমরা তখনই এটার নাম দিলাম Old Faithful "।
# এই প্রসবন টি সাধারনত ঘন ঘন বা খুব কম সময়ের ব্যবধানে অনেক উঁচুতে পানি ছুড়ে মারার জন্য জনপ্রিয় । কিন্তু ঐ এলাকায় বিভিন্ন সময়ে সংগঠিত ভুমিকম্পের কারনে এখন এই সময়ের ব্যবধান অনেক বেরে গেছে । এখন এটি সাধারণত ৬৫ থেকে ৯১ মিনিট পর পর উদগীরণ করে এবং মাত্র ২ থেকে ২.৫ মিনিট স্থায়ী হয় । এই সময়ের মধ্যে এটি প্রায় ১৪০০০ থেকে ৩২০০০ লিটার ফুটন্ত পানি ১৪৫ ফিট উপরে নিক্ষেপ করে । সর্বোচ্চ উচ্চতা রেকর্ড করা হয়েছিল ১৮৫ ফিট ।
# আবিষ্কারের পর থেকে প্রসবন টির প্রায় ১৩ লক্ষ ৭ হাজারেরও বেশি উদগীরণ রেকর্ড করা হয়েছে ।
# সবশেষে একটি মজার কথা লিখে শেষ করছি--- ওল্ড ফেইথফুল আবিষ্কার হওয়ার পর ওখানকার মানুষ এটাকে laundry হিসেবে ব্যাবহার করা শুরু করে । যখন প্রসবন টি শান্ত অবস্থায় থাকতো তখন আশেপাশের এলাকার মানুষেরা ওটার জ্বালামুখ এর ভিতরে কাপড় ঢুকায় রাখতো আর যখন ঐটি উদগীরণ করত তখন কাপড় গুলো ধুয়ে ছিটকে বের হয়ে আসতো । কিন্তু কিছুদিন পর তারা দেখল যে লিলেন ও সুতী কাপড় গুলো প্রসবনের পানি দ্বারা অক্ষত থাকলেও উলের তৈরি কাপড় গুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় । সেই থেকে ওল্ড ফেইথফুল কে আর laundry হিসেবে কেউ ব্যাবহার করেনি । :
এই ওল্ড ফেইথফুল কে ঘিরে ১৯০৪ সালে গড়ে উঠে হোটেল Old Faithful Inn যেটা আমেরিকার ১৫০ টি জনপ্রিয় Building এর তালিকায় ৩৬তম ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ১:০৫