আজ সকালে প্রথম আলোয় দেখলাম "রাসেল পারভেজ" নামের একজন ব্লগার সহ আরো ২ জন ব্লগারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। "রাসেল পারভেজ" বাংলা ব্লগিং এর প্রথম দিককার ব্লগার। সেসময়ে যেসমস্ত ব্লগারের লেখার আমি ভক্ত ছিলাম রাসেল পারভেজ তাদের মধ্যে অন্যতম। জানামতে তিনি দুইটা ব্লগে সমানভাবে লিখে গেছেন। আমরা যারা সেসময় ব্লগ করতাম আমরা অনেকেই হয়তো বস্তুনিষ্ঠ ব্যাপার স্যাপার নিয়ে ব্লগ করতাম না, তিনি শুরু থেকেই ছিলেন অসাধারণ। আজ তার গ্রেফতার প্রমাণ করে দিলো সরকার শেষ পর্যন্ত তার আসল রূপে ফিরে আসলো।
রাসেল ভাইয়ের জন্য মনটা খারাপই লাগলো। বেচারা ভি.আই.পি ১৯ জন ব্লগারের তালিকায় থাকতে পারেন নাই। তিনি হয়তো সরকারের পা ভালো ভাবে চাটতে পারেন নাই। অমি রহমান পিয়াল থেকে শুরু করে বাকিরা সেটা ভালোভাবেই চেটেছে। সুযোগ মতো খ্যাতি কামাতে পেরেছে, সে তুলনায় রাসেল ভাইতো কিছুই না।
আমি জানিনা আমার এই পোষ্টের তার কিছু আসবে যাবে কিনা। আমি অনেক বছর ধরে ব্লগেও নিয়মিত না। তবে সবাই জেনে রাখুন আজ যারা সহ ব্লগারদের বিপক্ষে দাঁড়িয়েছেন সেদিন বেশি দূরে নাই যখন আপনাদের উপরও যেকোন অজুহাতে নেমে আসবে সরকারের কালো থাবা। তাই যদি একান্ত ইচ্ছা থাকে নিজ নিজ অবস্থানে থেকে প্রতিবাদ করুন। ব্লগের মাধ্যমে হোক, অন্য কোন মাধ্যমে হোক।
নিজেদের ভেতর বিভেদ সৃষ্টি করে ব্লগ জগতকে বিপন্ন করবেন না।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬