
একজন ব্লগারের নাম বলুন,
যার লেখার তান্ডবে সামুতে তৎপর "বিশেষ দালাল শ্রেনীর" সকল রথি মহা রথি (চুনোপুঁটি গোনাতেই আসে না

কার নাম সর্বাগ্রে আসবে?
আমি বলব, কোন দ্বিমত ছাড়াই ব্লগার ধীবর এর নাম।
যার প্রতিটি লেখাতে থাকে ছাড় না দেয়া যুক্তির প্রখর উত্তাপ। দেশ মাতৃকা নিয়ে যার দৃষ্টি ভঙ্গি দোষনীয় ভাবে পক্ষপাত দুষ্ট!
যার প্রো পিক দেখে কিছুটা ধারনা করা যায় বর্তমানে দেশে সক্রিয় কোন কোন শত্রুর বিরুদ্ধে তার শক্ত অবস্থান। তাতে অনেক দালাল ব্লগারেই গাত্র দাহ হয়! সামুতে সক্রিয় চামচা গোষ্ঠী নানাভাবে তাকে বিতর্কিত করতে সর্বদা তৎপর।

প্রায় তিন বছর ধরে সকল বাধা এবং প্রতিঘাত তুচ্ছ করে উনি লিখে চলেছেন। কর্ম ব্যস্ততার কারনে ব্লগে তাকে খুব কম সময়ই পাবার সৌভাগ্য হয় আমাদের।
তবু বলব, আমরা আপনার লেখা পড়ার জন্য এখনও সামুতে কিছুটা সময় দেই। দেশের মানচিত্রের দিকে অশুভ হাত বাড়ানো সকল অপঃ শক্তির কাল হাত এবং তাদের কুট কৌশলগুলো আপনার তীক্ষ লেখার মাধ্যমে ছিন্নভিন্ন করে দিন। নীরবে কিংবা প্রকাশ্যে, আমরা সব সময় আপনার পাশে আছি।
আপনার জন্মদিনে হৃদয় দিয়ে শুভকামনা রইল।
ধীবরের লেখা প্রিয় একটি পোস্ট:
কাঁটাতারের বেড়ায় ফেলানি। শিলার যৌবন আর মুন্নির বদনাম।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:২৫