প্রথম যেদিন দেখি তোমায়
ছিলাম অনেক ছোট ...
বুঝতাম অনেক কিছু
তাই পাইতাম বিশাল বড় কচু ...
আসতে ধীরে এরপরে যখন তোমাই দেখেছি...
মনের মধ্যে তোমায় নিয়ে অনেক সপ্ন বেধেছি...
সপ্ন এমন কাল হবে যে , কে এমনটা ভাবতো...
আধার রাতে তাইতো মনটা তোমায় নিয়ে থাকতো।
ভাবতে ভাবতে দিন চলে যায় তোমার ভাবনাতেই...
হুদায় আমার দিন চলে যায়... এই কবিতা লিখতেই...
আদর করে তোমায় ডাকে সবাই সামু মামু...
মনটা তখন করে আমার আমিও আমু আমু...
প্রথম পাতায় যখন তুমি ছাপাও আমার কোন পুষ্ট,
মনটা তখন হয়ে যায় অনেক তন্দুরুস্ত।
আবার যখন কর তুমি আমায় এক কথায় ব্যান,
ধুর শালা আসবই না আর, করব না প্যান প্যান।
প্যান প্যানানি শেষ হবে না... আমার কোনদিন...
সামু তুমি মামু ই থেক...
আফসারাফ চিরদিন।