ওয়াইল্ড চাইল্ড ছবিটি সেমি ব্রিটিশ টিন কমেডি ছবি। এর সাথে আংশিক মিল আছে Lindsay Lohan এর Mean Girls ছবিটির।
মডার্ন আমেরিকান মেয়েকে নিয়ে মূল কাহিনী। মা মারা গিয়েছে ১১ বছর বয়সে। বাবার সাথে বনে না ভালমতো। তার সাথে সম্পর্ক খারাপ হওয়ার আরেকটি মূল কারণ তার বাবার নতুন গার্লফ্রেন্ড(:O)। সে এটা একেবারেই পছন্দ করে নি। তাই যখন তার বাবার গার্লফ্রেন্ড মালিবু থেকে আসার সময় জিনিস পত্র আগে আগে পাঠিয়ে দেয় তখন সে তার ফ্রেন্ডদের সাথে মিলে সব জিনিস পাহাড়ের উপর থেকে ফেলে দেয়(

এখান থেকে মূল কাহিনী শুরু। ভর্তির প্রথম থেকে তার প্ল্যান থাকে স্কুল থেকে টিসি পাওয়ার। তাই সে হেড মিস্ট্রেস, হেড প্রিফেক্ট সহ তার রুম মেট সবার সাথে খারাপ আচরণ শুরু করে; তাদের সব কিছু নিয়ে ফান করতে থাকে। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। ধীরে ধীরে একসময় সে খুব মনমরা হয়ে যায়। তখন তার রুমমেটরা এগিয়ে আসে তার সাহায্যে। তারা প্ল্যান বানায় কিভাবে সহজে স্কুল থেকে টিসি পাওয়া যায়।
দুই একটা এক্সাম্পল দেই: স্কুলের সুইমিং পুল নোংরা করে রাখা, হেড প্রিফেক্ট এর বাজে ছবি(সেন্সরড!) বানিয়ে বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে রাখা, হেডমিস্ট্রেসের ছেলের সাথে প্রেম করা ইত্যাদি। তার লক্ষ্য ছিল অনার কোর্ট এর সামনে যাবে এবং সেখান থেকে টিসি পাবে। কিন্তু এদিকে ধীরে ধীরে রুমমেটদের সাথে কাজ করতে করতে তাদেরকে ভাল লেগে যায়। হেড-মিস্ট্রেসের ছেলের সাথে ডেট এ গিয়ে তারও প্রেমে পড়ে যায়।
উফফ!!! আমিও এমা রবার্টসের প্রেমে পড়ে গেলাম রে, আমারে কেউ ধর!!!

আসতে আসতে স্কুলও ভাল লাগতে থাকে। কিন্তু হেড প্রিফেক্ট আবার ছেলেটাকে পছন্দ করত। তাই তার হিংসার বশবর্তী হয়ে বিশাল অঘটন এর জন্য দায়ী হয়। এবং তার বিরুদ্ধে আরও মিথ্যা তথ্য দিয়ে তাকে খারাপ বানায় সবার কাছে। তাকে অনার কোর্ট এর সামনে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততদিনে সে জানতে পারে যে তার মাও এ স্কুলে পরেছে এবং তার মত স্কুলের টিম এর ক্যাপ্টেন ছিল(বলতে ভুলে গিয়েছি হেড প্রিফেক্ট এর সাথে কম্পিটের জন্য সে টিম এ জয়েন করে এবং ভাল পারফর্মেন্স এর জন্য এ চান্স পায়)।
সে খুব emotional হয়ে যায় এবং সে তখন আর স্কুল ছেড়ে যেতে চায় না। কিন্তু তার কোন উপায় নেই। সব প্রমাণ তার বিরুদ্ধে। এখন কি সে পারবে প্রমাণগুলোকে মিথ্যে প্রমাণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? জানতে হলে মুভি দেখতে হবে।
ছবিটা টিন কমেডি+রোমান্স, যেটা আমার প্রিয় একটা জেনার। স্বভাবতই ভাল লেগেছে। আরও পজিটিভ সাইড, যার কারনে ছবিটি অনেকটা ইউনিক লেগেছে তার কারণ হচ্ছে ছবিটির শেষের অংশ। কাহিনীতে বেশ বড় ধরনের টুইস্ট আছে। যদিও একটু ফল্ট লেগেছে শুধু শেষের ৫ মিনিটের খেলাটি। শুধুমাত্র ওই জায়গাতে রিয়েলিটি থেকে দূরে সরে গিয়ে ফিকশনকে বেশি প্রাধান্য দিয়েছে। এছাড়া বাকি ছবি বেশ উন্নতমানের হয়েছে।
আমি নিজে সন্তুষ্ট না আমার এই রিভিউ নিয়ে। কেন জানি সাজিয়ে লিখতে পারি নি। অনেক কিছু বাদ পড়েছে। আমার রিভিউ এর চেয়ে মুভিটা অনেক সুন্দর আমি গ্যারান্টি দিচ্ছি। আমার রেটিং:
Story: 2.5/3
Direction: 2.3/3
Acting: 1.5/3
Graphics & sound: 1.4/2
OVERALL: 7.7/10
It is kinda high, but trust me, this movie is a good one that deserves this rating.
ডাউনলোড লিঙ্কসঃ
টরেন্ট(ডিভিডি রিপ)ঃ Click This Link
মিডিয়াফায়ার ডাইরেক্ট ব্লুরে লিঙ্কসঃ
http://www.mediafire.com/?s1g9m2st4wxpwsp
http://www.mediafire.com/?qe8qmz2nmomiysi
http://www.mediafire.com/?jxy1993s2ij1kwx
http://www.mediafire.com/?5hkfd7n7444lhgz
একটা প্রশ্নঃ আমি আশা করি সামুতে নিয়মিত লিখব। অন্যান্য ব্লগও নিয়মিত পড়ি। কিন্তু কোন কমেন্ট করতে পারি না। আপনারা কেউ কি বলবে পারবেন কতদিন, কিরকম পারফর্মেন্স করলে সেফ হওয়া যায়?
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৪