জন্ম আমার আজকের নয়
কংক্রিট থেকে হাতে তুলে ধরিয়ে দেবে নিয়মের বিধিমালা
স্বাধীন হবার মত ছোট ব্যাপার জগতে হরহামেশাই ঘটে—
মানুষের পরিণতি ও স্বাধীন বৈচিত্র্য স্বতার ভেতর
এটা কোন কলক্বজ্বা নয়
জন্মও আমার আজকের নয়।
তবে কেন আসর ভুলছি পেগ-মানিতে!
তবু কেন আসর ভুলছি বেকারসুলভ ফ্যান্টাসিতে…
আমিত্ব-আমার কোন ইউটিলিটি নয়
মেশিনের হাত দিয়ে তুলবো আর নামাবো
হাত মাটির উৎসে
পানি মেশানো ভাত: খেতে পারে অনেক কিছুই
লাথি মেরে অসহায়ত্ব সরায়ে সাহস করে বলতে পারে
মানুষ আরও বিশেষ কিছু…..।
আমার জন্ম আজকের নয়:বহু আগের রক্তমাংসের শুরুর মানুষ
বর্তমানের কাছে ইতিহাস অনিবার্য দায়…
শোভাযাত্রায়-যারা মুখোশ দেখে বারবার নিজেদের কথা ভেবেছে তারা-সুখী
জগতের সব অসুখ আর অসুখীত্ব ঘাড়ের উপর সওয়ার হয়েছে-উত্তর থেকে উত্তরোত্তর
সংখ্যাগরিষ্ঠ মানুষই আজ:অসুখী!
হয়ত প্লাটুন এসে দেখাবে বাহুর তারা:বলতে পারি মুখে ছাই মেরে্
আমার জন্মও আজকের নয়
স্কেচ করে দিতে পারি যদি নাও আরেকটা মুখোশ!
যারা বিধানের বাণীতে চড়ে:চটি থেকে গাড়ি,মেট্রো,বিমান
চাইনিজ- শুল্কমুক্ত গাড়ি আর ফ্ল্যাট….
এসবের পেট তলাহীন এসবের মাথা মেধাহীন ফ্রিহ্যান্ডশেকের আড়ালে
জিরো ফিগার,ক্রুজ—পিকে যেন মিশনে ভরা
ধারাবাহিক সিরিয়াল থেকে চোখ তুলে দেখবে আমার জন্ম আজকের নয়
বাগানে ফুটে আছে অজস্র নয়ন তারা।