এক গেল দুই গেল তিন গেল
এভাবে দিন যায় আর দিন আসে
কেন? কেন - আর কোন নতুন দিন আমাদের কাছে আসে না।
তবে কি আমরা স্বপ্ন হারিয়েছি -বর্গাদারের কাছে
তবে কি আমরা আকাঙ্খা বিসর্জন দিয়েছি -দস্যুদের কাছে
অতীতের প্রাণশক্তি নিঃশেষ করে সর্বস্বান্ত হয়েছি-লুন্ঠনকারীর কাছে
আব্রু থোলে মধুশালার নামে নিয়ম করে বিবস্ত্র হচ্ছি- স্বজাতির পেশীশক্তির কাছে!
এই শান্ত্রিকতন্ত্র
এই ঘাপলাতন্ত্র
এই দলদাসদাসি তন্ত্র
সব তান্ত্রিক পর্যায়ে নেমে গেছে-পয়ঃনিষ্কাশন নামে।
তবে কি এইসব দিনরাত্রি আর অশান্তভেবে মৃত্যুর ভয়ে ভীত হয়ে
শৃঙ্খলার নামে ভীত হয়ে -ম্লান হবে ।
আর কটা দিন পর নতুন বছর হবে
বোশেখের তপ্ত রোদ্র কঠোর মুষ্ঠি নতুন বার্তাবহন
কেবল আরেকটা দিনের মতই!
কেবল আরেকটা দিনের মতই !!
তবে কি এবারো ভাঙা যাবে না -এই মরা শিকল
কঠিন ঢাকে করাঘাতে ছেঁড়া যাবে না -এই মুখোশ।
কিশোর কিশোরী যুবক যুবতি- চল্লিশোর্ধ্ব এই আস্তিন ছেঁড়ার চুড়ান্ত সময়
সব হতাশা
সব কষ্ট
সব বেদনা- নিলাম তুলে দেব।
কড়ায় গন্ডায় হিসাব নেব না
শুধু তুলে আনব নির্ভেজাল প্রত্যাশিত নতুন দিন।
নিরাপত্তায় বাঁচুক মানুষ
নিরাপত্তায় বাঁচুক প্রকৃতি
বাঁচুক মানচিত্র
উড়ুক ছদকা দানে পাওয়া এই পতাকা।
এবার --বারবার--পুনঃবার
অনিঃশেষ বারে ঝরাপতার দিনে থেকে মুছে দেব -বিস্মৃত কদর্যতা।
কোন আয়নায় তাকিয়ে নয়
দেখা হোক না একটা জ্বলজ্বলে দিনে
নতুন দিনে
ঘামেভেজা কঠিন চোয়ালের মহোৎসবে--
এইতো
একটা মাত্র দিন
একটা দিন মাত্র
যে দিন জন্ম দেবে আর প্রজন্ম দিন ... এই নবদেশে ।।