ছেলেটি মোবাইলেই পর্দা থেকে মুখ উঠাল। নীল টিক দুইটা অনেক আগেই লেগেছে।তাও কোন উত্তর নাই... মন খারাপ করে বাথরুমের দিকে গেল। আয়নার দিক তাকিয়ে নিজের গালে কষে লাগাল ২ টা চড়। নিজেকে নিজেই “মধ্যাংগুলি” দেখাল। আর নিজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল “ কে তুই? কি অধিকার তোর? কিসের এর আশা?দুনিয়ায় একা এসেছিস একাই থাক। কিসের এত স্বপ্ন? সব ধুলয় মিশে যাক। মনে রাখবি তুই একা । কেউ নাই। শত কষ্টে থাক সমস্যা নাই। দাঁতে দাঁত কামড় দিয়া হাসি যেন না মিস হয়। রাগ যেন না হয়। শুধু মনে রাখবি তুই একা। একমাত্র বালিশের ভেজা কোন যেন সাক্ষী হয়।তাও ক্ষনিকের জন্য। মন শক্ত কর। দুর্বল থাকিস না। ভালবাসস তাতে কি? দুনিয়া কিনা নিছস? যা ঘুমা।” তারপর ছেলেটি চলে আসে নিজ রুমে। প্রতি রাতের মত বালিশের কোন ভেজায়। ফ্যানের বাতাসে তা শুকায়............... এভাবেই চলছে......
ভেজা বালিশ.।.।.।।
কোরআন পড়বেন, ফিকাহ জানবেন ও মানবেন
সূরাঃ ৯৬ আলাক, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। পাঠ কর, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন
২।সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে
৩। পাঠ কর, তোমার রব মহামহিমাম্বিত
৪। যিনি... ...বাকিটুকু পড়ুন
মত প্রকাশ মানে সহমত।
আওয়ামী লীগ আমলে সমাজের একটা অংশের অভিযোগ ছিলো, তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতা নাই। যদিও, এই কথাটাও তারা প্রকাশ্যে বলতে পারতেন, লিখে অথবা টকশো তে।
এখন রা জা কারের আমলে... ...বাকিটুকু পড়ুন
আত্নমর্যাদা!
রেহমান সোবহান একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। রেহমান সাহেব এমন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন যা খুব নির্জন এলাকায় অবস্থিত এবং সেখানে যাওয়ার... ...বাকিটুকু পড়ুন
কাঁঠালের আমসত্ত্ব
কাঁঠালের কি আমসত্ত্ব হয় ? হয় ভাই এ দেশে সবই হয়। কুটিল বুদ্ধি , বাগ্মিতা আর কিছু জারি জুরি জানলে আপনি সহজেই কাঁঠালের আমসত্ত্ব বানাতে পারবেন।
কাঁঠালের আমসত্ত্ব বানানের জন্য... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। অ্যাকসিডেন্ট আরও বাড়বে
এরকম সুন্দরী বালিকাকে ট্র্যাফিক দায়িত্বে দিলে চালকদের মাথা ঘুরে আরেক গাড়ির সাথে লাগিয়ে দিয়ে পুরো রাস্তাই বন্দ হয়ে যাবে । ...বাকিটুকু পড়ুন