ব্লগার অর্কের পোষ্ট পড়তে গিয়ে দেখলুম তিনি নিজের পোষ্টের মন্তব্যের ঘরে লিখেছেন ~`এ ব্লগের অবস্থা করুণ! এক্টিভিটি খুবই অল্প। আমি আতঙ্কিত, এভাবে এক পর্যায়ে সাইটটি আবার অচল না হয়ে যায়। এ সময় কিছু লেখার তাগিদ থেকেই এই লেখা তৈরি হলো। সাইটটি সচল থাক। এক্টিভিটি বৃদ্ধি পাক। লেখা বড়ো হয়ে যাওয়ায়, সেভাবে আর চেক করলাম না। লেখায় ভুলত্রুটি থাকলে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো। শুভেচ্ছা সবার জন্য।`
ভাবলুম মন্তব্য না কইরা আলোচ্য বিষয়ে কিছু লেখা যায়:
গতকাল ০৩-০৪-২০২৩
সামুতে আসা সর্বমোট পোষ্ট: ২৪ টি। ব্লগার শেরজা তপন এর পোষ্ট এতো কম পাঠক পেতে আমি বিগত এক বছর দেখি নাই। ব্লগার সাড়া চুয়াত্তর এর ধাঁধা পোষ্টেও আগের মত পাঠক পায়নি। জটিল সাহেবের পোষ্ট এর তার কজন সজ্জন ছাড়া আর কারও আনাগোনা দেখা যাচ্ছেনা। হাসান সাহেবের পোষ্ট খানি কিঞ্চিৎ ক্যাচাল হওয়াতে ৩০০ + হিট পেয়েছে। যেটি ২৪ ঘণ্টার সর্বাধিক হিট পোষ্ট। সর্বাধিক মন্তব্য প্রাপ্ত পোষ্টও সেটি। সোনাগাজী ভক্তরা উনার ব্লগে স্বভাব গুরু দর্শন করছেন।
০,০,৮,৬,৫,০,২,০,০, ৬,১৮,১,১৮, ২,৬,৩,২১,৮,১৯,১৪,১০,৪, ১২ এগুলো কোন টেলিফোনের ডিজিট নহে।২৪ ঘন্টায় সামুতে আসা পোস্ট গুলোর মন্তব্যের সংখ্যা। লক্ষ্য করুন একটি পোষ্ট ১০ টি মন্তব্য পেয়েছে। ৫ টি পোষ্ট ১০ -২১ মন্তব্য পেয়েছে। ৫ টি পোষ্ট কোন মন্তব্যই পায়নি। বাকি গুলো, ১,২,৩,৪,৫,৭,৮।
আমি একটা পোষ্ট লিখে ৪ খানা মন্তব্য ও ১০০ এর মত পাঠক পেয়েছি। পুরা সপ্তাহ আমি পর্যবেক্ষণে রেখেছিলাম। সপ্তাহের সব দিনের চিত্রই কিন্তু এমন।
লক্ষ্য করুন আমি পোষ্টের হিট ও মন্তব্য দিয়ে পোষ্টের মান নির্ধারণ করছিনা। অনুগ্রহ করে কেহ প্যাঁচাবেন না। ব্লগের এই অবস্থার উন্নতি হওয়া দরকার। মোবাইল ভার্সন থেকে লিখা পোষ্টখানির ভুল ত্রুটিগুলো মার্জনা করিবেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৩ রাত ১২:৪৩