এম এ জলিল অননন্তের সাথে বসে দেখা "মোস্ট ওয়েলকাম" মুভির আনকোরা রিভিউ
গত কযেক ঈদ আমরা কয়েকজন বন্ধু মিলে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে ( আসলে নিখাদ বিনোদনের জন্যে) বাংলা সিনেমা দেখা শুরু করেছি। এই তালিকায় শাকিব খান, ডিপজল এম এ জলিল অনন্ত কারো ছবি বাদ নেই।
তাই এইবারো যখন আমাদের প্রানপ্রিয় অনন্ত ভাইয়ের ছবি মোস্ট ওয়েলকাম আসার খবর পেলাম আমাদের আর পায় কে। কিন্তু কল্পনাও করি নি এতো ভয়াবহ চমৎকার (!!!) একটা অভিজ্ঞতার মুখোমুখি হবো।
গতকাল বলাকায় আমরা যখন সিনেমা দেখার জন্য অপেক্ষা করতে থাকি তখন দেখি আমাদের হার্টত্রুব, জানের জান, পরানের পরান, সুপার হিরু, দ্যা ডেশিং গাই(!!) দ্যা সুপার "ইশটার" এম এ জলিল অনন্ত, বর্ষা আর তাদের দলবল নিয়ে হাজির। চক্ষু তো চড়কগাছ আমাদের। আমরা সব ছেলেরা আবেগে আপ্লুত হয়ে পেছন থেকে "অনন্ত মেরী মি, মেরী মি" বলে চেচাচ্ছিলাম, আর ক্ষনে ক্ষনে বলে উঠছিলাম "ইশটপ, ইশটপ".... কিন্তু তখনো জানিনি আরো কতো কি যে অপেক্ষা করছে আমাদের জন্যে।
যখন সীট খুজে বসতে যাই দেকি আমাদের আটজনের সীট পড়েছে ঠিক তাদের পেছনে। আর আমাদের পায় কে???? ইচ্ছা করছিলো যে টিকেটটা দিয়েছে তারে চুম্মা দেই।
তো শুরু হলো অনন্তের পেছনে বসে আমাদের ছবি দেখা।
ছবি শুরু হলো এক ব্যবসায়ীকে অপহরনের মধ্য দিয়ে। সন্ত্রসীরা শাসিয়ে গেলো যদি চল্লিশ লাখ টাকা ক্যাশ অথবা চল্লিশ লাখ টাকা পুরষ্কার দেয়া ১০ টাকার লটারীর টিকেট না দিতে পারে তার পরিবার তাহলে সেই ব্যবসায়ীকে মেরে ফেলা হবে।
ব্যাস কোন উপায় না পেয়ে সেই লোকের স্ত্রী মুশকীল আসান বাবার দরবারে গেলো। সেখানকার দরবেশকে মহিলা সব সমস্যার কথা বললো। আমরা ভাবলাম দরবেশ হয়তো দানবাক্স ভেঙ্গে মহিলাকে টাকা দিয়ে দেবে। কিন্তু না...... এই মাজারে দানবাক্স অন্যকাজে ব্যবহার হয়। এখানে দানবাক্সে সমস্যার কথা লিখে যেতে হয়। তারপর সেটা স্বরাস্ট্র মন্ত্রনারয়ে পাঠানো হয়। তারপর আইন শৃংখলা বিষয়ক সভায় সেটা উত্থাপন করে সমাধানের চেষ্টা করা হয়। এই কথা শুনে তো মহিলার মুখ কালো হয়ে গেলো। তখন দরবেশ হেসে বললো, খামান বেবি, আই ওয়াস জোকিং, উই হ্যাভ এনাদার ওয়ে।
এর পরের দৃশ্য। কয়েকজন সন্ত্রাসী কালার প্রিন্টারে বানানো লক্ষ লক্ষ জাল ডলারের নোট ছিনতাই করে পালাচ্ছিলো। এই সময় তাদের পিছু নিলো এক মোটরবাইক আরোহী।
বলুন তো কে????? বিশ্বাস করেন আর নাই করেন, এই মোটরবাইক আরোহী আর কেউ না, আমাদের সবার পরিচিত..... কৃষ। ধাক্কা খাইলেন নি বাই?
আমাদেরও একই অবস্থা হয়েছিলো। পোস্টারে যদিও লাকী সিনেমার নায়িকার কথা বলা আছে, কিন্তু কৃষ এর অস্তিত্ব কোথাও ছিলো না।
পরে অবশ্য ডায়লোগ শুনে বুঝতে পারলাম, কৃষ এর মুখোশ পরা এই ভদ্রলোক আর কেউ না, আমাদের সামনে বসে থাকা এম এ জলিল অনন্ত। যদিও এই ছবিতে স্পীডের মতো ভয়াবহ ডায়লোগবাজী নেই, তারপরো অনন্ত ইস ইউনিক।
এরপর যা হলো মোটামুটি দেখার মতো। দাবাঙ এর অ্যাকশান, রবিন হুডের ডাযালোগ আর আমাদের এম এ জলিল অনন্তের এই সিনেমার ট্যাগলাইন "যারা ভালো হতে চায় তাদেরকে মোস্ট ওয়েলকাম, আর যারা চায়না তাদের গুড বাই"
এই অনন্তই হচ্ছে দুদকের সৎ অফিসার যে ঋনখেলাপীদের বিরুদ্ধে মাঠে নামে। এখানে অনন্তর নাম আরিয়ান। অবশ্য নাম এই ছবির জন্যে খুব একটা গুরুত্বপূর্ণ না। কারন এখানে অনেকের নাম এ-বি-সি-ডি-ই-এফ-জি-এইচ রাখা হয়েছে। তো এরকমই এক ঋনখেলাপী এবিসি এর বাসায় তল্লাসী চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে অনন্ত। আর এবিসি হয়ে যায় পথের ফকির। এ অবস্থা দেখে প্রতিশোধ নেয়ার জন্যে এবিসির মেয়ে বর্ষা নেমে পড়ে অনন্তকে সাইজ করতে।
এবং এরই ধারাবাহিকতায় রাস্তাঘাটে অনন্তকে "ইভটিজিং" করতে শুরু করে বর্ষা। এতেও কাজ হচ্ছেনা দেখে দৌড় দিয়ে অনন্তের চলন্ত মোটরসাইকেলে গিয়ে উড়ে বসে বর্ষা (আল্লাগো!! সে দেখার মতো সীন) শুধু তাই না, চলন্ত অবস্থায় সে অনন্তের শ্লীলতাহানীর চেষ্টা করে। এর আগে স্পীডে নায়িকা অনন্তকে জোর জবরদস্তি করতে আমরা দেখেছি, তবে তা বাসর রাতে। এই ছবিতে দিনদুপুরে রাস্তাঘাটে এই কাজ করায় অনন্ত মান ইজ্জত বাচাতে নায়িকার সাথে বেতালে নাচানাচি করে।
একসময় হাজির হয় মিশা সওদাগর। সে মুশকিল আসান বাবার কৃষকে ধরার জন্যে ফাদ পাতলেন। এইবার আমি আবারো বিমরি খাইলাম। এইবারে অনন্ত একেবারে কৃষ এর মতো বাতাসের মধ্যে সাতার কেটে নেমে আসলেন। আমরাতো পুরাই ফিদা।
কিন্তু আমাদের কৃষ ধরা পড়লেন। তাকে ব্লাকমেইল করে পাঠানো হলো বিদেশ থেকে মিশা সওদাগরের টাকা উদ্ধারে। এরপর আমাদের অনন্ত ভাই দুইটা ভয়াবহ জিনিষ দেখাইলেন। এক সমুদ্রের পানির নিচে নাচানাচি করে কাটাইলেন, কারো কিছুই ভিজলো না , অক্সিজেনের কোনো সমস্যা হলো না।
আরেকটা জিনিষ হইলো মোটরসাইকেলে উড়ে গিয়ে উড়ন্ত হেরিকপ্টারের উপর ঝাপায়া পড়লেন। এই দৃশ্য শেষ হবার পর অনন্ত ভাই আমাদের ডেকে জিজ্ঞেস করলে কেমন হলো এই সীনটা? এইটা পুরা আমেরিকার মুভির মতো করা হইছে।
এরপর নায়ক নায়িকার মিলনের মধ্য দিয়ে সিনেমা শেষ হইলো। তবে সিনেমার আগে পরে যতজনই অনন্ত আর বর্ষার ছবি তুলেছে সব যায়গায় আমরা বান্দরা ছিলাম। এমনকি "দিগন্ত টেলিভিশন" একটা সাক্ষাৎকারো নিলো অনন্তের, পেছনে আমরা উকিঝুকি মারলাম্ কিন্তু বাসায় এসে খুজে দেখি আমাদের দিগন্ত টিভি আসে না,( যা গতকালই বুঝতে পারলাম, আগে জানতাম ও না)
যাবার আগে অনন্ত ভাই বললেন আমাদের সাখে ছবি দেখে নাকি তাদের অনেক ভালো লেগেছে, আমরা যে আরো কতো বালো লেগেছে আমরা কেমনে বুঝাই.....
তবে সিরিয়াসলি এই ছবি যে কোন দিক থেকেই অনেক ভালো হয়েছে অনন্তের অন্যান্য গুলো থেকে। ইংরেজী উচ্চারন ভালো, গল্প ভালো, অভিনয়েরও উন্নতি হয়েছে। বলা যায় স্পীড এর তুলনায় অনেক ভালো মুভি এই মোস্ট ওয়েলকাম।
অনন্ত আর বর্ষার সাথে সময়টা খারাপ কাটে নাই যার প্রমান ছবিগুলো।
বর্ষার সাথে আমি (দাড়িওয়ালা)
শেষে অনন্তকে সরায়া দিলাম সবাই মিলে
ছবির বিভিন্ন বিষয় নিয়ে অনন্তের সাথে আলাপচারিতা
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন