একটা জিনিস খেয়াল করে দেখেছেন? আমরা অনেকেই বলি যে তাকে খুব ভালোবাসি,সারাজীবন বাসবো। অথচ সেই তাকে না পাওয়ার বেদনায় জ্বলি!
ভালোবেসে না পাওয়ার বেদনায় প্রায় সবাই ই ভোগে। আহ!! তাকে পেলাম না! এতো ভালোবাসলাম অথচ সে আমার হলোনা।
আচ্ছা! ভালোবাসলেই কি পেতে হয়!? ভালোবাসা মানেই কি পূর্ণতা?
আমরা ভালোবাসি,তবে ভালোবাসার মানুষটিকে না পাওয়ার বেদনা আমাদের সেই ভালোবাসার স্বাদ থেকে বঞ্চিত করে রাখে সবসময়।
একটা মানুষকে যে চাওয়া পাওয়ার উর্ধেও ভালোবাসা যায় সেটা অনেকেই ভুলে যায়।
আমি একজনকে ভালোবেসেছি..তবে সে আমার না হতেই পারে! এজন্য তো তাকে ভালোবাসা থামানো যাবে না বা তাকে না পাওয়ার কষ্টে ভালোবাসার স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করা যাবেনা।
ভালোবাসুন,যাকে ভালোবাসতে মন চাইবে তাকেই বাসুন। কোনো চাওয়া পাওয়ার আশা ছাড়াই ভালোবাসুন,ভালোবাসায় কষ্টকে আসতে দিবেন না। অদৃশ্য ভালোবাসাকে অদৃশ্য মায়াতেই ভালোবেসে শান্তি কুড়োন,দেখবেন ভালোবেসে খারাপ থাকবেন না আপনি।
ভালোবাসা একটা মানুষকে ঘিরেও হতে পারে,একটা জাতিকে ঘিরেও হতে পারে। ভালোবাসায় কোনো চাহিদা টেনে আনলেই আর ভালো থাকা হবেনা আপনার।
তবে মানুষ অদ্ভুত! তার একভাবে কিছুই ভালো লাগেনা। অনেকে ভালোবেসে কষ্ট পেতে ভালোবাসে,কষ্টতেই সুখ খুঁজে নেয়। তারা সুখী তাদের জীবনে,বিচিত্র সুখে।