একটা ব্যাপার খুব ভালোভাবে খেয়াল করেছি...সেটা হচ্ছে নিজ সত্তার একাকিত্ব ও গুরুত্ব!
কিছু কিছু মানুষের নিজস্ব একটা পৃথিবী থাকে আলাদা...সেখানে সে নিজের মতো গড়ে ওঠে। তার পরিবার, আত্মীয়,প্রেমিক/প্রেমিকার ভালোবাসা থাকা সত্বেও সে তার কিছু কিছু কষ্টের ভাগ কাউকে দেয় না, কষ্টগুলো সে পায় খুব আপন কিছু মানুষের ভালোবাসার আড়ালেও লুকিয়ে থাকা অবহেলাগুলো থেকে। মানুষটি সেই কষ্টগুলো একা একা উপভোগ করে..আর সবার সামনে হাসির সাথে কষ্টগুলো লুকায়। নিজেকে খুব কম প্রকাশ করে, সবসময় হাসি,আড্ডাতেই মেতে থাকে সবার সাথে। যখন মানুষটি একটু বেশিই একাকিত্বে ভোগে তার সেই একলা দুনিয়াটাতে...সবার আড্ডার মাঝেও চুপচাপ অন্যদিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। নরম থাকে তাদের মন, তবে শক্ত হতে প্রাণপণ চেষ্ঠা করতে চোখের পানিগুলোকে চোখেই রাখতে গিয়ে দু চার ফোঁটা ফেলেও দেয়! সে শক্ত হতে চায়!
কঠিন এই পৃথিবীতে স্ট্রাগল করে অভিজ্ঞতা অর্জন করে সফল হতে চায়। নিজ সত্তাটাকে সে ই সবচে বেশি গুরুত্ব দেয়। খুব যত্নে নিজেকে বোঝায়, শাষণ করে, সামলায়, সময় দেয়, ভালোবাসে। নিজ সত্তাটাকে যত্নে সফল বানাতে অনেকটা পরিশ্রম করে সবার আড়ালে। কষ্টগুলোকে শিক্ষাতে,শক্তিতে রুপান্তরিত করে।
এমন সব মানুষগুলোর জন্যই হয়তো সেই কথাটা সাজে......." Every painful story has a successful ending, Every successful person has a painful story."