ভার্চুয়াল যেমন উপকারী তেমন ভয়ঙ্কর ও! এখানে অনেকে রাজা, অনেকে প্রজা। রাজাদের আইডিগুলো খুব পাওয়ারফুল হয়, তারা যা ইচ্ছে করতে পারে ভার্চুয়ালে। ফেসবুকে বিভিন্ন গ্রুপের এডমিন, বিভিন্ন মানুষের সঙ্গ থাকে এদের। ভালো-খারাপ উভয়ই আছে এমন। এতোদিন শুধু ধারনা ছিলো যে ব্লগিং যারা করে, বিভিন্ন ফেসবুক পেইজে যারা লেখে, টাইমলাইনে যারা নীতিমূলক কথার ফই ফোটায় সবাই ভালোর ডিব্বা! ভুল ধারনা এটা!
যে জন্য লেখছি এই পোস্ট টা সেই কথাতে আসি..........
ফেসবুকের একটা আইডি, নাম: গোপাল দা। ৪০০০+ ফ্রেন্ডস তার। অনেক ভালো খারাপ সঙ্গ পায় অবশ্যই, এবং একটু ক্ষমতার দাপটও আছে ফেসবুকে তার। তিনি একটা মেয়েকে প্রোপজ করেন! মেয়েটার নাম গোপন থাকুক। মেয়েঝা যখন কিছুতেই রাজি হচ্ছিলো না তখন সে রাগবশত তার এক সঙ্গকে বললো ব্যপারটা...অই সঙ্গ'র আইডি নাম: নস্ট ক্যাপাসিটর........এই ছেলেটা আবার ব্লগিং ও করে। সে মেয়েটাকে ইনবক্সে নানান রকমের হুমকি দিতে লাগলো! মেয়েটার ছবি বাজে গ্রুপে ছাড়ছে এবং নস্ট ক্যাপাসিটর আইডি'র টাইমলাইনেও পোস্ট করছে নানান ক্যাপশন লিখে লিখে। আপুটা এখন উপায়হীন। এটা একটা সাইবার ক্রাইম...কি করা যায়? তাদের তো শিক্ষা দেয়া উচিত। যাতে ওদের মতো আরো কিছু জানোয়ার এসব না করতে সাহস পায়....হেল্প প্লিজ