বাংলাদেশ স্বাধীন হয় নাই,
দেশের মানুষ স্বাধীন হয় নাই!
তবুও কেনো এতো স্বাধীনতার উৎসব?
এখনো যে কষৃক পায় নাই তার ন্যায্য অধিকার,
এখনো যে বোনটি পায় নাই সঠিক বিচার।
এখনো যে প্রতি রাতে হাজার মানুষ কাঁদে,
সরল ভাইটিকে ফাঁসানো হয় নিত্য নতুন ফাঁদে।
তবু হায়! লোকে বলে দেশ স্বাধীন!
স্বাধীনতার মধ্যে এ যে এক পরাধীনতার বেড়াজাল!
হে আমার বাংলাদেশ, তোমার রক্তিম সূর্যটা এখনো যে করে হাহাকার,
কবে মিলিবে মুক্তি? কবে সূর্যটা হাসবে আবার?