ঠিক এইসময়টায় আমি কিছু একটার জন্য অপেক্ষা করি।
আবার এই সময়টাতেই প্রতিদিন মরে যেতে ইচ্ছে করে।
মৃত্যু, ইচ্ছা এবং অপেক্ষার মাঝ বরাবর স্ট্রীট অফ ড্রীম চলে গেছে দৃষ্টিসীমানা ছাড়িয়ে।
ইচ্ছেগুলোকে ডানে-বায়ে রেখে আমি হাঁটতে থাকি।
স্ট্রিট অব ড্রিম-এ সময় প্রবাহিত হয় না। যে যেখানে যখন ছিলো সেখানেই স্থির। আমি তাদের দেখি, তবে কোনো কথা হয় না।
এমন নয় যে ওখান থেকে ফিরতে ইচ্ছে করে না। স্ট্রীট অব ড্রিম খুবই অদ্ভুত। ভরদুপুর-এ অলস সময়ে কিংবা সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ির পথ ধরার সময়েও ওটা সামনে চলে আসে।
আমি আবার তাদের দেখতে পাই, কখনও সাদাকালো ফ্ল্যাশব্যাকে,
কখোনো আমার ছবিগুলোর মতো আলোছায়ায়।
তাদেরকে আমার ছুঁতে ইচ্ছে করে না।
আমি শুধু দেখেই যাই........
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৮