রাতে ভাল ঘুম হয়নি কাম্মাল সাহেবের তাই ভোরের দিকে ঘুমটা একেবারে জাকে বসেছে। ভোর ছয়টার দিকে মোবাইল ফোনটা বেজেই চলেছে ।এত ভোরে কে ফোন দিতে পারে ভাবতে ভাবতে চোখ মুছতে লাগলেন তিনি। তিনিতো ডাঃ নন তিনি ডঃ তাই এতো ভোরে তার ফোনে কল আসার কথা নয় (অবশ্য মিরপুরের মোল্লাবাড়ির বড় মোল্লা একবার তাকে বলেছিলেন আপনি কিসের ডাঃ আপনিতো কারো চিকিৎসা করেন না)।
চোখ মুছতে মুছতে মোবাইলের বাটন টিপে কাম্মাল সাহেব বললেন
-হ্যালো কে বলছেন?
-আমি হাসু বলছি চাচা।
কাম্মালের কাছে এ ফোন ছিল খুবই অপ্রত্যাশিত তাই কয়েক সেকেন্ডের মধ্যেই তার ঘুমের ভাব কেটে যায়।
-আরে হাসু তুমি আমাকে ফোন করেছো, আমি স্বপ্ন দেখছি না তো?
-আপনি ঠিকই শুনছেন চাচা, হাসুর উওর। -হঠাৎ আমাকে কি মনে করে ফোন, কাম্মালের প্রশ্ন?
-মান অভিমানতো অনেক হল আসুন এবার মিলেমিশে কাজ করি,হাসুর উওর।
-সেটা কিভাবে? তুমিকি আমাকে আবার আম্লিগে এ যোগ দিতে বলছো?
-না চাচা আপনি থাকবেন বিরোধী দলের নেতা।
-সেটা কিভাবে? কাম্মালের বিস্ময় মাখা প্রশ্ন
-বিম্পি এখন নেতৃত্বশূন্য, আপনি একটা ঐক্য ফন্টু গঠন করুন দেখবেন বিম্পি সেই জালে সুড়সুড় করে ধরা দেবে।
-তাতে তোমার কি লাভ?
-লাভ অনেক বিরোধী দলের নেতা আপনি হলে আমার চিন্তা অনেক কমে যাবে আর বিম্পি নিজে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে।
-বাহ হাসু তোমার বুদ্ধির তুলনা হয় না, আমি আজই মান্নুরে নিয়ে ফন্টু গঠনের কাজ শুরু করছি।
-আর একটা কথা, আমার দলের নেতারা আপনারে ব্যাপক সমালোচনা করবে তবে আপনি মাইন্ড খাইয়েন না চাচা। আর নিজের শরীরের দিকে খেয়াল রাইখেন, বলে ফোন কেটে দেয় হাসু আপা।
আর এভাবেই অংকুরিত হয় একটি ঐক্যের বীজ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬