সমুদ্রের অদ্ভুত এক আর্কষন আছে, মানুষকে হাজার মাইল দূর থেকেও হাতছানি দেয়। অন্যদেশের সমুদ্র কেমন তা দেখিনি তবে কক্সবাজারকে দেখেছি একবার নয় বহুবার। যতবারই যাই অদ্ভুত এক ভালোলাগা নিয়ে ফিরে আসি। সেই ভালোলাগার রেশ থেকে যায় পুরো একবছর। তবে এবার কক্সবাজার সফর আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ ছোট বাচ্চাটার বয়স মাত্র ৫ মাস। এত ছোটছোট বাচ্চা নিয়ে বিশাল পথ পাড়ি দেওয়া সত্যি দুরূহ ব্যাপার। সমুদ্রের যেখানে ডাকছে সেখানে কোন বাধাই বাধা নয়। বউবাচ্চা নিয়ে আল্লাহর নামে অফিস কলিগদের সাথে যোগ দিলাম। যদিও এবার ইনানি মহেশখালীসহ বেশ কিছু জায়গায় যাওয়া হয়নি।
১।১৫ই মার্চ রাত ৮.৩০ এ গাড়ি আরামবাগ সোহাগ কাউন্টার থেকে যাত্রা শুরু করে। আমাদের গাড়ি নাম সোহাগ স্ক্যানিয়া।
২।গাড়ি চলছিল সবার ভিতর ছিল দারুণ আনন্দ, কলিগদের মধ্যে তিনজন গায়ক যাত্রাপথে আমাদের মাতিয়ে রেখেছিল। একসময় সবাই যার যার মত ঘুমিয়ে পড়লো। এরই মধ্যেই ফারুকভাই ভয়াবহ নাক ডাকা শুরু করলেন,উনার নাক ডাকার শব্দে আরেক কলিগের ছেলে ভয়ে চিৎকার করে উঠলো। আমাদের দ্বিতীয় ব্রেক ছিল চট্রগ্রামের লোহাগড়ায় ফোর সিজন রেস্টুরেন্ট এ। ফোর সিজন রেস্টুরেন্টটি দারুণ। সামনে বিশাল খোলা জায়গা শিশুদের জন্য সুন্দর শিশুপার্কও আছে এই রেস্টুরেন্টে। ভিতরের পরিবেশও চমৎকার,খাবারের মান ও ভাল। ক)
খ)ফোর সিজন রেস্টুরেন্ট এর শিশুপার্কে আমার রাজকন্যা
৩। অবশেষে সকাল নয়টা নাগাদ কক্সবাজার এ পৌছালাম। কক্সবাজারের ভাল হোটেলগুলোর মধ্যে ওশান প্যারাডাইস অন্যতম, ফাইভ স্টার মানের হোটেল।
৪। হোটেলের রুম পেতে দেরী হবে জেনে আমাদের লাগেজগুলো লবিতে রেখে, আমরা ঝাপিয়ে পড়লাম সমুদ্রে।
৫। অবশেষে আমাদের কাংখিত রুমে উঠে পড়লাম। চমৎকার রুম,রুম থেকে সমুদ্র দেখা। রুম থেকে সমুদ্রের ভিউটা চমৎকার।
৬।রুমে ওঠার পর আমার ছেলের মুখে হাসি।
৭। সেদিন ছিল বাংলাদেশ শ্রীলংকার ক্রিকেট ম্যাচ ।বাংলাদেশ দলের জয় উপলক্ষে আমাদের রাত দুইটার বারবি কিউ পার্টি ।
৮। বাবা মেয়ের ঘুরাঘুরি
৯।রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজারে নতুন সংযোজন ।খুবই ভাল আয়োজন ,পানির নিচের পরিবেশ পাওয়া যাবে এই ফিস ওয়ার্ল্ড এ ।ইচ্ছা করলে মাছকে ফিডার দিয়ে খাওয়াতেও পারবেন তার জন্য ২০ টাকা পে করতে হবে ।
১০। এ বছরের মত ট্যুর শেষ অবশেষে গ্রুপ ছবি তোলার পালা ।
এরপর আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলাম বিকেল পাচটায় । এবারের কক্সবাজার ট্যুরে আমাদের ঘুরাঘুরি একটু কম হলেও আনন্দের কমতি ছিল না ।ট্যুরের আয়োজক স্যারদের ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪