আজ সকাল দশটা
প্রিন্টারে ঝামেলা থাকায় পেন ড্রাইভ থেকে প্রিন্ট করতে গেলাম একটা দোকানে। কাউন্টারের সামনে ছিলাম। প্যান্টের পকেটে মোবাইল সেট। পেছনে দাঁড়ানো ছিল কয়েক জন ভদ্র লোক। মনোযোগ ছিল কম্পূটারের দিকে। অফিসে এসে দেখি সেট নেই।
সেট তো গেল। দুইটা সিম। এফ এন এফ সহ সব প্রয়োজনীয় নাম্বার তার সাথে গেল। সেট হারানোর প্রথম অভিজ্ঞতা। কি করবো বুঝতে পারলাম না । কেউ ফোন করে পাচ্ছে না। সেট অফ।
বোকামী করেছি। কয়েকটা নাম্বার মনে আছে। আর দুই/তিন শত নাম্বার । কোন ব্যাক আপ নেই।এসব উদ্ধার করতে লাগবে অনেক সময়।
যদি চোর মহাশয় সদয় হয়ে শুধু সিম গুলো ও পাঠিয়ে দেয়। আমার ঠিকানায় কৃতজ্ঞ থাকবো।সেট টা চাচ্ছি না কারণ বেচারা নিশ্চয় অনেক রিস্ক নিয়েছে। তাই গেইন করেছে। মোবাইলেই আছে আমার প্রোফাইল। এড্রেস। অল নেসেসারি সব।
সিম গুলোর লাস্ট দুই ডিজিট ২২ (জিপি), ০৩(বাংলালিংক)।
পরিচিত বন্ধুদেরকে বলছি তোমাদের ফোন নাম্বার গুলো পাঠিয়ে দাও
আমার ই মেইলে- ww.tarek@yahoo.com
ভালো একটা শিক্ষা হল- যে ব্যাক আপ রাখতে হবে।
ব্লগার বন্ধুদেরকে ও বলছি- ব্যাক আপ রাখবেন। একটেল অবশ্য এরকম একটা সুযোগ দিয়েছে । আর কেউ দিয়েছি কিনা জানি না।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৮ রাত ১০:২৮