অনেক মুসলিম ভাই বোন রাই জানেনা যে এই থার্টি ফার্স্ট নাইট উৎযাপন কে শুরু করল? কেন শুরু করা হল? না জেনে তারা সবার মত উৎযাপন করে যায় বছর বছর।অথচ এটাচিন্তা করে দেখেনা অন্য দিনের মত এটাও তো একই রকম একটা দিন। কেন এটাকে সেলিব্রেট করতে হবে?এর তো অন্যদিনের তুলনায় কোন আলাদা বৈশিষ্ঠ্য নেই, তাহলে উৎযাপন করার প্রয়োজন কি?ঈসা (আঃ) এর জন্মের ৪৬ বছর আগে রোমান মুশরিকরা Janus নামে এক ইশ্বরের ইবাদত করত যাকে তারা God of beginnings বা শুরুর স্রস্টা রুপে জানত। মূলত তারা অনেকজন সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল, তারমধ্যে Janus ছিল অন্যতম। তাদের বিশ্বাস ছিল Janus, অতিত ভবিষ্যৎ এর সব কিছুই জানে ও ভবিষ্যৎ নিয়ন্ত্রনে ক্ষমতা রাখে। এই Janus এর নাম অনুসারে বছরের প্রথম মাসের নাম দেয়া হয় January।এই মাস চলে আসলে তারা সেলিব্রেট করে তাদের ইশ্বর Janus কে খুশিকরে যেন Janus তাদের বছরটি মঙ্গলের মধ্যে রাখে। আপনারা যদিJanus এরমূর্তির ছবি দেখেনতাহলে দেখবেন এর দুইটা মাথা। দুপাশে দুইটা মাথা দ্বারা নির্দেশ করে এটিসামনে পিছনে সবদিকেই দেখতে পায়, প্রতীকী ভাবেবোঝান হয় এটি অতিত, ভবিষ্যৎ সবই দেখতে পায়।এই বিশ্রি শিরক এর আকিদায় কোন মুসলিমই সমর্থন দিতে পারেনা।আসলে সকল দিনই আল্লাহর।শুধুমাত ্র আল্লাহই জানেন ভবিষ্যতে কি ঘটবে।না জেনে অনেকেই এই থার্টি ফার্স্ট নাইটের নোংরামিতে মেতে থাকে।তারা চিন্তা করে দেখেনা সকল দিনই তোআল্লাহর নির্দেশে শুরুহয়, তাহলে এই একটি দিনে কি আছে যে সেলিব্রেট করতে হবে?এই দিনের জন্য আগে থেকেই মদ গাজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পর্যাপ্ত পরিমানে প্রস্তুত রাখা হয় যেন মদ, গাজা খেয়ে নেশায় মেতে থাকতে মুনাফিক গুলোর কোনসমস্যা নাহয়। তরুন তরুনিরা হোটেলে হোটেলে নোংরামিতে মেতেথাকে। ডিজেপার্টি ,বারবিকিউ পার্টির নামে ছেলে মেয়েরা অশ্লীলতায় মেতে উঠে।কোন রুচিশীল মানুষই এগুলো সমর্থন করতে পারেনা।সকল মুসলিম ভাইবোনদের কাছে অনুরোধ রইল, এই থার্টি ফার্স্ট নাইটের নোংরামি থেকে দূরে থাকুন ও যতদূর সম্ভব সবাইকে দূরে থাকতে বলুন। Happy new year বলা বর্জন করুন।কেউ Happy new year বললে তার বিপরীতে Happy new year না বলে বলতে পারেন May Allah make it a good and blessed year foryou.এ ইতিহাস আমাদের সবার জানা উচিত।অন্যকে ও জানানো উচিত।
Collected