অপেক্ষায় পথ চেয়ে
অপেক্ষায় পথ চেয়ে আছি,
প্রভাতের উদিত রবি মেঘে ঢাকা অন্ধকারে
পৃথিবী,নিস্তব্ধ নগরী,
আমি অচেনা পথে যাত্রী;অপেক্ষায় বসে আছি;
ভালোবাসা প্রনয় তার প্রেমে অন্ধ হ্রদয়
অপেক্ষায় আর কত সময়,
বয়সের সন্ধি দিনে দিনে কাঁধে ওজনের ভার
জীবনের স্রোতে ছলিত স্বপ্নের ঢল
মরা নদীর ঘোলাটে জল।
প্রেম-প্রেমিকর হাত
কত বার ধরে ও প্রতারিত রাত,
শূন্যতে-পূর্ণতার অভাবে মৌন প্রভাব
প্রভাবিত জীবন পন্ড মনে হয়,
সময়... বাকিটুকু পড়ুন